Jalandhar Lok Sabha Results: কংগ্রেসের থেকে জলন্ধর ছিনিয়ে লোকসভায় খাতা খুলল আপ
Bhagwant Mann and Arvind Kejriwal (Photo Credits: PTI)

অমৃতসর, ১৩ মে: ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হওয়ায় সাঙ্গরুর লোকসভা কেন্দ্রের সাংসদ পদ ছেড়েছিলেন। সাঙ্গরুর উপনির্বাচনে হেরে লোকসভায় প্রতিনিধিহীন হয়ে গিয়েছিল আম আদমি পার্টি। দিল্লি ও পঞ্জাবে ক্ষমতা দখল করে জাতীয় পার্টি স্বীকৃতি পাওয়া আপ-এর লোকসভায় প্রতিনিধি না থাকাটা অস্বস্তি দেয় অরবিন্দ কেজরিওয়ালকে। তবে এবার জলন্ধর উপনির্বাচনে জিতে লোকসভায় খাতা খুলল আপ। জলন্ধর লোকসভা উপনির্বাচনে জিতলেন আপ নেতা সুশীল কুমার রিঙ্কু। কংগ্রেসের দুর্গে ঝাড়ু চালল আপ।

চলতি বছর ১৪ জানুয়ারি ভারত জোড়ো যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জলন্ধরের সাংসদ তথা কংগ্রেস নেতা সন্তোখ সিং চৌধুরী। তাঁর মৃত্য়ুতে খালি হওয়ায় জলন্ধরে লোকসভা উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে জিতে কংগ্রেসের থেকে জলন্ধর লোকসভা আসন ছিনিয়ে নিল আপ। আরও পড়ুন- 'হিংসা নয়, ভালবাসা দিয়ে জিতেছে কংগ্রেস', কর্ণাটক জয়ের পর বললেন রাহুল

দেখুন ভিডিয়ো

আপ প্রার্থী জিতলেন ৫৮ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে কংগ্রেসের করমজিত কৌর চৌধুরীর বিরুদ্ধে। তৃতীয় হলেন শিরোমণি অকালি দলের প্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রীদের দিয়ে প্রচার করিয়েও বিজেপি প্রার্থী এখানে চতুর্থ হলেন। বিজেপি প্রার্থী ইন্দের ইকবাল সিংয়ের জামানত জব্দ হল। গত ১০ মে জলন্ধরে উপনির্বাচন হয়েছিল। ২০১৯ লোকসভা নির্বাচনে দিল্লিতে সরকারে থাকলেও সেকানে একটা আসনেও জিততে পারেনি আপ। পঞ্জাবে কেজরিওয়ালের দল জিতেছিল একটি আসন। পরে উপনির্বাচনে হেরে সেটাও খুইয়ে ছিল আপ।