Amit Shah (Photo Credit: ANI/Twitter)

বনগাঁ, ১৪ মে: মতুয়া গড়ে বড় জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর-কে জেতানোর আবেদন করে জনসভায় শাহ দাবি করলেন, এর মধ্যেই নরেন্দ্র মোদী ২৭০টি আসনের বেশীতে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছেন। এবার আগামী তিন দফায় মোদীর লক্ষ্য হবে ৪০০ পাড় করা।

শাহ বললেন, এখনও পর্যন্ত চারটি দফায় দেশে মোট ৩৮০টি, ও বাংলায় ১৮টি লোকসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তার মধ্যে নরেন্দ্র মোদী ২৭০টি আসন জয় নিশ্চিত করে নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা পেয়ে গিয়েছেন। চতুর্থ দফা ভোচের আগে গত রবিবার অমিত শাহ এর আগে বলেছিলেন, দক্ষিণ ভারতে বিজেপি এবার সবচেয়ে বড় রাজনৈতিক দল হবে।

প্রসঙ্গত, গতকাল, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, কংগ্রেস এবার ৪০টি-রও কম আসন পাবে।

দেখুন ভিডিয়ো

পাশাপাশি রাহুল গান্ধীরা উত্তর প্রদেশে কোনও আসন পাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়-র দাবি, বিজেপি এবার ২০০ আসনের গণ্ডি টপকাতে পারবে না। দিদির দাবি দেশের ক্ষমতায় বসবে বিরোধীদের ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি বিজেপি ১৭৫-টির বেশী আসন পাবে না।

এভাবেই ভোটের মাঝে দাবি-পাল্টা দাবি চলছে। সব পক্ষ ভোটারদের সামনে এটা বোঝাতে মরিয়া, যে তারাই জিততে চলেছে।  এ কথা সবারই জানা, ভোটারদের একটা অংশ তাদেরই ভোট দেয় যারা জিতবে। পাশাপাশি নিচের স্তর বা বুথ স্তরের কর্মীদের মনোবল বাড়াতেও 'আমরাই জিতছি' স্লোগানটা খুব কাজে লাগে।