কলকাতা: আজ দুপুর ২টোয় কলকাতা হাইকোর্টে সন্দেশখালির গঙ্গাধর কয়ালের (Gangadhar Kayal) মামলার শুনানি হবে। সম্প্রতি একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্য়তা লেটেস্টলি যাচাই করেনি) প্রকাশ্যে আসে। সেখানে গঙ্গাধর কয়ালকে কথা বলতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। গঙ্গাধর ভিডিয়োটি ভুয়ো দাবি করে অভিযোগ জানান। তিনি দাবি করেন, তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গঙ্গাধর।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘NRC হতে দেব না’, বনগাঁর জনসভা থেকে স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
গতকাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওই মামলার শুনানি হয়। অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেও সন্দেশখালি সংক্রান্ত মামলা চলছে। গঙ্গাধরের আইনজীবীর দাবি, কলকাতা হাই কোর্টে তাঁর মক্কেলের আবেদনের ভিত্তিতে করা মামলার শুনানিতে কোনও আইনি বাধা নেই।