উত্তাল পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের হাত থেকে মুক্তি চাইছেন POK-এর মানুষ। সেই কারণে সোমবার মাঝ রাতে 'আজাদি' স্লোগানে মুখর হয়ে ওঠে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকা। ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠতে শুরু করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। যার আঁচ পেতেই কার্যত চোখে সরষের ফুল দেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
রিপোর্টে প্রকাশ, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ শুরু হতেই সোমবার তড়িঘড়ি শেহবাজ শরিফ ২৩ বিলিয়নের প্যাকেজ ঘোষণা করেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৩ বিলিয়নের প্যাকেজ ঘোষণা করেও রেহাই পাননি শেহবাজ শরিফ। সোমবার মাঝ রাত থেকে ফের POK-এর একাধিক অঞ্চল উত্তাল হয়ে উঠতে শুরু করে।
দেখুন ভিডিয়ো...
PoK Protest: Civilians Clash With Cops As Protest Over High Inflation Enters 4th Day - Watch #TNShorts pic.twitter.com/fCQyEVISKT
— TIMES NOW (@TimesNow) May 14, 2024
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শামামি, শহেনসা, মীরপুর, দাদওয়াল, রাওয়ালকোট, খুইরাট্টা, তত্তপানি এবং হাতিয়ান বালা ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।যার জেরে ৭০ জন বিক্ষোভকারীকে সোমবার গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্সরা। পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়। যার জেরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক এলাকায় কার্যত বিক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে।