বেরেলি: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বেরেলির দুই হোমগার্ড এক দলিত ব্যক্তিকে মাটিতে ফেলে মারধর করেছে। মারধোরের সময় তাঁরা বীরেন্দ্র কুমারকে নামের দলিত ব্যক্তিকে বলেন, ‘সরকারের থেকে বিনামূল্যের রেশন নেবে, কিন্তু ভোট দেবে না!' মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুই ইউনিফর্মধারী হোম গার্ড এক ব্যক্তিকে মারধর করছেন।
সূত্রে খবর বেরেলির নবাবগঞ্জ থানা এলাকায় দুই হোম গার্ড বীর বাহাদুর এবং রামপাল, দলিত বীরেন্দ্র কুমার নামের ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। বীরেন্দ্র কুমার তহসিলে গিয়েছিলেন তাঁর জমি সংক্রান্ত কাজে। এরপর তহসিলদার অফিসে নিযুক্ত দুই হোম গার্ড তাঁর মধ্যে নির্বাচন নিয়ে তর্ক শুরু হয়। বিবাদ এতটাই বেড়ে যায় যে, কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। ইউনিফর্ম পরা দুজনই তাঁকে তহসিল চত্বরে মাটিতে ফেলে দেয় এবং মারধর শুরু করে। সেখানে উপস্থিত লোকজন মারধরের ভিডিও করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন ভিডিও
ये वीडियो देखिए, कितना भयावह है !
यूपी के बरेली में दो होमगार्ड वीर बहादुर और रामपाल एक दलित चौकीदार वीरेंद्र कुमार को जमीन पर गिराकर बंदूक की नोंक से मार रहे हैं
मारते हुए कह रहे हैं कि, फ्री का राशन सरकार से लेते हो और वोट भी नहीं देते हो ! pic.twitter.com/BysdWIgoMG
— Nigar Parveen (@NigarNawab) May 14, 2024
ঘটনার পর দুইজন হোমগার্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বীরেন্দ্র।