![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/09/Divorce-380x214.jpg)
বছর খানেক আগে দু জনের বিয়ে হয়েছিল। কিন্তু এরই মধ্যে ডিভোর্স? ডিভোর্সের কারণটা আরও অদ্ভূত। আর জায়গাটা? শাহজাহানের বানানো প্রেমের স্তম্ভের তাজমহলের শহর আগ্রায়। স্ত্রী-র খুব পছন্দের খাওয়ার হল কুরকুরে কোম্পানির চিপস। সে রোজ তার স্বামীর কাছে কুরকুরের বায়না করত। স্বামী তাকে বোঝাতো এত কুরকুরে খাওয়া ভাল নয়। স্ত্রী সে কথা শুনে রেগে গিয়ে বলেছিল, পাঁচ টাকার জন্য কৃপণতা না করতে। এরপরই দু জনের বিবাদের শুরু। পাঁচ টাকার কুরকুরে চিপস নিয়ে ঝামেলায় স্বামীকে ছেড়ে মায়ের কাছে চলে যান সেই মহিলা।
এরপর সেই মহিলা স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়। স্বামী পুলিশকে জানায়, পাঁচ টাকার কুরকুরের জন্য ও যেভাবে পাগলামি করত তাতে তার স্ত্রী-র মানসিক ভারসাম্য নিয়ে যে কেউ প্রশ্ন তুলবে। কুরুকুরে না পেয়ে একদিন তার স্ত্রী তাকে মারতে ছুটে আসে বলেও স্বামী অভিযোগ জানান। আরও পড়ুন-অটোর উপর আছড়ে পড়ল বিশাল গাছ, মুম্বইয়ে তাণ্ডব চালাচ্ছে মরসুমের প্রথম ঝড়-বৃষ্টি
দেখুন ভিডিয়ো
পুলিশ স্বামী ও স্ত্রী-কে নিজেদের মধ্যে বিবাদ মেটানোর জন্য কাউন্সিলিং পাঠিয়েছে।