PM Narendra Modi (Photo Credit: Twitter)

'রামলাল্লাকে ফের তাবুতে ফেরৎ পাঠাতে চাইছে কংগ্রেস।' ঝাড়খণ্ডের (Jharkhand) একটি জনসভায় হাজির হয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অযোধ্যার রাম মন্দির নিয়ে 'লজ্জাজনক মন্তব্য' করছেন কংগ্রেসের একাধিক নেতা। এমনও বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। ঝাড়খণ্ডের গিরিডিতে হাজির হয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যার রাম মন্দির থেকে কীভাবে রামলাল্লাকে তাবুতে ফের পাঠানো যায়, কংগ্রেস সেই পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ইন্ডিয়া জোটের শরিক জেএমএম এবং কংগ্রেস দুর্নীতি, তুষ্টিকরণ এবং পরিবারবাদী রাজনীতির সবচেয়ে বড় মডেল। এই তিন ক্ষেত্র থেকে যাতে ভারতকে মুক্ত করা যায়, সেই শপথ নিয়েছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Loksabha Election 2024: মনোনয় জমা দেওয়ার আগে রোড শো, বারাণসীর মানুষের ভালবাসায় ভাসলেন প্রধানমন্ত্রী, দেখুন

শুনুন কী বললেন প্রধানমন্ত্রী মোদী...