Babil khan: সোশ্যাল মিডিয়ায় তরুণীকে নিয়ে রহস্যময় পোস্ট, মন ভেঙেছে বাবিল খানের?

মুম্বইঃ সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ইরফান খান পুত্র বাবিল খান। প্রায়ই জীবনের নানা ঝলক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। এ বারও একটি পোস্ট করেছেন তিনি, আর তাকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। এক তরুণীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন বাবিল। ছবির ক্যাপশন লিখেছেন, সম্পর্ক থেকে বেরিয়ে কীভাবে জীবনে এগিয়ে যেতে হয় সে সব কথা। এই পোস্ট' দেখেই দুইয়ে-দুইয়ে চার করছেন অনুরাগীরা। তবে কি মন ভেঙেছে ইরফান পুত্রের ? উঠছে প্রশ্ন

ছবিতে দেখে বোঝাই যাচ্ছে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর। ক্যাপশনে বাবিল লিখছেন, ‘‘সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া মানে, যা কিছু ছিল, তাকে আড়াল করা নয়। বাস্তবে আমরা যাঁদের ভালজাদে তাঁদের কখন একেবারে ভুলে যেতে পারি না। তাঁরা

আমাদের জীবনের অংশ হয়ে থেকেই যায়।’’