সঞ্জয় রাউত (Photo Credit: ANI)

মুম্বই, ১৮ জানুয়ারি: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবে শিবসেনা (ShivSena)। রবিবার টুইট বার্তায় সেই খবর দিলেন মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেন, “অবশেষে বাংলায় প্রার্থী দেবে শিবসেনা। দলের প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগির আমরা বাংলায় আসছি। জয় হিন্দ জয় বাংলা।” ২০১৪-সালে কেন্দ্রে ক্ষমতা দখলের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে দখলের কাজে ঝাঁপিয়েছে। দ্বিতীয়বার কেন্দ্রে সরকার গড়ার পরে মধ্যপ্রদেশকে মুঠোয় পুড়েছে গেরুয়া শিবির। তবে চেষ্টা করেও ২০১৬-তে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি। আরও পড়ুন-Winter In West Bengal: মাঘের শীতে কাবু রাজ্য, ঝকঝকে রোদ্দুরে পিঠ দিয়ে চলছে উদযাপন

এদিকে গত লোকসবা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন দখলের পর এবার বাংলাকে পদ্মশিবিরের আওতায় আনতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ঘন ঘন তাঁরা রাজ্যে আসছেন। চলচে প্রচার, সমাবেশ, মিছিল, রোড শো। কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা। সেই তালিকায় কে নেই। কেউ সমাবেশে শাসকদল তৃণমূলকে গালমন্দ করতে ব্যস্ত। কেউ বা চাষিদের উপরে হওয়া অবিচারকে মুখ্য করে ভোটবাক্স ভরতে তৎপর। এবং সেই সঙ্গে তৃণমূল থেকে দল বদলে যারা বিজেপিতে আসছেন তাঁদের মাথায় তুলে বঙ্গবিজেপি এমন একটা অবস্থান নিয়েছে যে লড়াইটা আর তৃণমূল বনাম বিজেপি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদি হয়ে গেছে। আর দলবদলুরা দিদির নেতৃত্বে যে সুবিধা পাননি সেই ক্ষোভই উগরে দিচ্ছেন বিরোধী শিবিরের চেয়ারে বসে। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বিজেপি নেতাদের কিছু করতে হচ্ছে না। তৃণমূল থেকে চলে আসা নব্য বিজেপি নেতারাই শাসক তৃণমূলকে বেকায়দায় ফেলতে ব্যস্ত। পদ্মশিবির শুধু সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে।

এদিকে কয়েকদিন আগেই আসাদ উদ্দিন ওয়েইসি বাংলা থেকে ঘুরে গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি আসনে প্রার্থী দিচ্ছে মিম। তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে গুছিয়ে চলছে প্রচার। এমনিতেই ২০১৬-র রাজনৈতিক সমীকরণ ২০২১-এ বদলে গেছে। তখন তৃণমূলের বিরোধিতায় মুখ্য ছিল কংগ্রেস ও সিপিএম। এখন সেই জায়গা বিজেপি শিবিরের এক্তিয়ারে। এই সুযোগে এবর রাজ্যের পালাবদলে অংশ নিতে চলে এসেছে শিবসেনা। একদা শরিক দলের সঙ্গে বিজেপির এখন সাপে নেউলে সম্পর্ক। তাই হিন্দু ভোট কাটার বাজারে উদ্ধব ঠাকরে এখন কী ভূমিকা নেন সেটাই দেখার।