নভেম্বর থেকেই বিজেপি বিরোধী ২৭টি দলের জোট 'INDIA'ময়দানে নামছে। পটনা, বেঙ্গালুরু, মুম্বই-তিনটি মহাবৈঠকের পর বেশ কিছুদিন নিজেদের নিয়ে ব্যস্ত থাকার পর এবার নভেম্বরে INDIA-র প্রথম জনসভা হতে চলেছে। অক্টোবরে ভোপালের পরিবর্তে নভেম্বরে নাগপুরে হতে চলেছে ইন্ডিয়া-র প্রথম ব়্যালি। নামকরণ, কমিটি গঠনের পর এবার আরএসএস গড়ে একসঙ্গে হাতে হাত ধরে জনসভা করবেন রাহুল গান্ধী, মমতা বন্দোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, শরদ পওয়ার, লালুপ্রসাদ যাদব, অখিলেশ যাদবরা।
সব দলের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে নাগপুরে কংগ্রেস, এনসিপি, শিবসেনার ডাকে ইন্ডিয়া জোটের ২৭টি দলের বড় নেতা-নেত্রীরা প্রথম জনসভায় একসঙ্গে উপস্থিত থাকবেন। মনারাষ্ট্রের নাগপুরে ৫ লক্ষ মানুষের উপস্থিতি সভা করার লক্ষ্য নিয়ে ঝাঁপাচ্ছে INDIA-র নেতারা।
ইন্ডিয়া জোটে থাকলেও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান বিধানসভায় কংগ্রেসের বিরুদ্ধে আম আদমি পার্টি প্রার্থী দিয়েছে। তাতে বিরোধী ঐক্যের সুরে তাল কেটেছে। যদিও ইন্ডিয়া জোটের নেতারা বলছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তাঁরা জোট বেঁধেছেন। রাজ্যস্তর, জেলাস্তরে নির্বাচনে লড়াই হতে পারে। কারণ সব দলেরই সারা দেশে তাদের সংগহঠন ছড়ানোর অধিকার রয়েছে।
দেখুন এক্স
BIG BREAKING:
The INDIA alliance will hold its first rally in November, which was scheduled in October, Bhopal.
This rally will be organized by MVA led by Congress, Shivsena & NCP in NAGPUR, Vidarbha which is the strongest belt of INC.
All the 27 parties Chief will attend this… pic.twitter.com/6kM8H7FoqQ
— Amock (@Politics_2022_) October 13, 2023
মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলঙ্গনা ও মিজোরামে বিধানসভা ভোট ৭ নভেম্বর থেকে শুরু। পুরো নভেম্বরটাই কার্যত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন করে কাটবে। পাঁচ রাজ্যে ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।