সঞ্জয় গাইকোয়ার (ছবিঃX@Sanjay Gaikwad)

নয়াদিল্লিঃ সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ভারতে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার ডাক দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। আর তাঁর এ বক্তব্য শুনেই বলা চলে বেজায় খেপেছেন শিবসেনা বিধায়ক(Shivsena MLA) (Sanjay Gaikwad)। প্রকাশ্যে রাহুলকে কটূক্তি করতে ছাড়েননি তিনি। বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,"রাহুল গান্ধীর জিভ কাটতে পারলে ১১ লক্ষ টাকা উপহার হিসেবে দেবো।" রাহুল গান্ধীর সংরক্ষণ বিরোধী মন্তব্যকে বিশ্বাসঘাতকতা বলে দাগিয়েছেন সঞ্জয়। তাঁর কথায়,"রাহুল গান্ধীর মন্তব্য হল মানুষের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। মারাঠা, ধনগর এবং ওবিসিদের মত সম্প্রদায়গুলি সংরক্ষণের জন্য লড়াই করছে। আর তিনি নিজের সুবিধার জন্য তাঁদের এই লড়াইকে শেষ করার কথা বলছেন। কংগ্রেস দেশকে ৪০০ বছর পিছনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।"তাঁর এই বক্তব্যকে ঘিরে নিন্দের ঝড় উঠছে বিভিন্ন মহলে। সঞ্জয়ের এই বক্তব্যের বিরোধিতা করেছেন মহারাষ্ট্র বিজেপির(Maharashtra BJP president) সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে(Chandrashekar Bawankule )। তিনি জানান বিধায়কের এই মন্তব্যকে সমর্থন করেন না।

কংগ্রেস যুবরাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য শিবসেনা বিধায়কের