মমতা ব্যানার্জি (ফাইল ফোটো) (Photo Credits: PTI)

কলকাতা, ২৮ নভেম্বর: আজ সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (MamataBanerjee)। তবে মমতা থাকতে পারবেন না অনুষ্ঠানে। পাঠাবেন প্রতিনিধি। বৃহস্পতিবার, বাল ঠাকরের অন্ত্যেষ্টিস্থল মুম্বইয়ের শিবাজি পার্কে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ পেয়েছেন দেশের অন্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তবে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় উদ্ধবের শপথগ্রহণে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী। তবে তাঁর প্রতিনিধি থাকবেন বলে খবর।

আনন্দবাজারের খবর অনুযায়ী, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আজ সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ফোন করেন শরদ পাওয়ার। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি চূড়ান্ত সম্মতি না-দেওয়ায় পুত্র আদিত্যকে রাতেই দিল্লি পাঠান উদ্ধব। সনিয়া ও মনমোহন সিংহকে আমন্ত্রণ জানাতে যান আদিত্য।। উদ্ধব চান কালকের অনুষ্ঠানে উপস্থিত থাকুন সনিয়া। কারণ কর্নাটকের মতো তাঁর শপথ মঞ্চকেও বিরোধীদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চাইছেন শিবসেনা প্রধান। সেই কারণে আমন্ত্রিতদের তালিকায় মমতা ব্যানার্জি, দিল্লি ও সব কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু প্রমুখকে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের মতে, আমন্ত্রণ এলেও এত অল্প সময়ের মধ্যে তাঁর পক্ষে হয়তো মুম্বই যাওয়া সম্ভব হবে না। তাই তিনি প্রতিনিধি পাঠাবেন। আরও পড়ুন: West Bengal By Election Result: তিন কেন্দ্রের উপ নির্বাচনের গণনায় আশাতীতভাবে এগিয়ে তৃণমূল কংগ্রেস, শাসক শিবিরে চওড়া হাসি

এদিকে শপথের আগে বুধবার দফতর বণ্টন নিয়ে শরদ পওয়ারের সঙ্গে কথা বলেন কংগ্রেসের শীর্ষ নেতা আহমেদ প্যাটেল ও মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, উদ্ধবের মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পওয়ার ও কংগ্রেসের

বালাসাহেব থোরাট। শিবসেনা ও বিজেপি জোট করে নির্বাচনে লড়াই করলেও মুখ্যমন্ত্রিত্বে দাবি নিয়ে শুরু হয় টানাপোড়েন। ৫০-৫০ শর্তে জোট হয়েছিল বলে মনে করিয়ে দেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শিবসেনা দাবি করে, আড়াই আড়াই বছর করে দু'দলের মুখ্যমন্ত্রী থাকবে মহারাষ্ট্রে। প্রথম পর্যায়ে বিজেপি মুখ্যমন্ত্রী থাকলেও আড়াই বছর পর তাঁকে সরে দাঁড়াতে হবে। আর সেটা লিখিত দিতে হবে বিজেপিকে। কিন্তু উদ্ধবের শর্ত মানতে রাজি হয়নি গেরুয়া শিবির। রাজ্যপালের কাছে গিয়ে হাত তুলে দেয় মোদীর দল। এরপর এনসিপি-কংগ্রেসকে নিয়ে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে শিবসেনা। তিন দলের জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উদ্ধব ঠাকরের নামে পড়ে শিলমোহর। কিন্তু পরেরদিনই সাত সকালে এনসিপি থেকে অজিত পাওয়ারকে ভাঙিয়ে শপথ নেন দেবেন্দ্র ফডনবিশ। উপমুখ্যমন্ত্রিত্ব পান অজিত পাওয়ার। কিন্তু, ৭২ ঘণ্টা পরেই মুখ থুবড়ে পড়ে বিজেপি। অজিত পাওয়ার ইস্তফা দিয়ে ফিরে যান গেরুয়া শিবিরে। বাধ্য় হয়ে ইস্তফা দেন ফড়নবিশ।