পাটুলিতে (Patuli) এক বৃদ্ধার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার তাঁর অগ্নিদ্বগ্ধ দেহ। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বিদ্যাসাগর কলোনী এলাকায়। ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না মৃতার ছেলের। সে আবার পেশায় একজন বেসরকারী ব্যাঙ্কের কর্মী। ঘটনার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পাটুলি থানার পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরাও।
পাটুলি থেকে উদ্ধার বৃদ্ধার দ্বগ্ধ মৃতদেহ
প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকবছর আগেই বিদ্যাসাগর কলোনীর এই বাড়িতে ভাড়া নিয়ে এসেছিলেন অভিষেক মৈত্র ও তাঁর মা বছর ৭২-এর মালবিকা মৈত্র। এদিন সকালে প্রতিদিনের মতোই অফিসের কাজে বেরিয়ে পড়েন ওই যুবক। তার কয়েকঘন্টা পর থেকেই ঘরের একটি জানলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিপদ বুঝে তাঁরা তড়িঘড়ি খবর দেয় দমকলে।
ঘটনার পর থেকেই পলাতক বৃদ্ধার ছেলে
ঘটনাস্থলে দমকল বাহিনী এসে ভেতরে ঢুকতে গিয়ে দেখে ঘরের বাইরে তালা দেওয়া। কোনওমতে তালা ভেঙে ঘরে ঢুকে দেখে একটি খাট পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। এবং সেখানে রয়েছে এক মহিলার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মহিলার মুখের ওপর ছিল একটি বালিশ। এবং তাঁর দেহ একাংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর থেকেই মৃতার ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন আনরিচেবল আসতে থাকে। মনে করা হচ্ছে, সন্দেহভাজন ওই ছেলেই নিজের মাকে খুন করে পালিয়েছে।