PM Narendra Modi: রামচন্দ্র আদিবাসীদের সঙ্গে ১৪ বছর বনবাসে কাটিয়েই মর্যাদা পুরুষোত্তম হয়েছেন, ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদির নয়া তত্ত্ব
নরেন্দ্র মোদি ([Photo Credit: ANI)

নতুন দিল্লি, ৩ ডিসেম্বর: ১৪ বছর বনবাস যাপনের পর অযোধ্যার রাজ রাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রে পরিণত হন। আদিবাসীদের সঙ্গে বনবাস যাপনের ফলেই এটি সম্ভব হয়েছে। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এক জনসভায় একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওবাদী বিতারণে ঝাড়খণ্ডবাসীর ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদি। তিনি বলেন, মাওবাদীদের মেরুদণ্ড গুঁড়িয়ে দেওয়ায় বিজেপির সাফল্য প্রশ্নাতীত। তারপর রাজ্যবাসীকেও ধন্যবাদ দিতে তিনি ভোলেননি। শান্তিপূর্ণ পরিবেশকে প্রতিনিয়ত যারা অশান্তিতে ডুবিয়ে দিতে চায় তাদের সেই চাওয়াকে শক্তহাতে দমন করতে এগিয়ে এসেছে বাসিন্দারা। তাঁদের এই সাহসিকতাকে সাধুবাদ জানান নরেন্দ্র মোদি।

তাঁর ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেন, “পদ্মফুলের প্রতি ঝাড়খণ্ডের বাসিন্দাদের আস্থা রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট ছলনাময়। অযোধ্যার এক যুবরাজ ১৪ বছর বনবাস জীবন অথবা নির্বাসনে কাটানোর পর মর্যাদা পুরুষোত্তম রাম ('Maryada Purushottam Ram) হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এই ঘটনার নেপথ্যে রয়েছেন বনবাসের উপজাতিরা। কারণ নির্বাসনের ১৪টি বছর আদিবাসীদের সঙ্গেই ছিলেন রামচন্দ্র।” এরপর রাজ্যের মাওবাদী প্রসঙ্গে ফিরে যান প্রধানমন্ত্রী। কীভাবে মাও-অত্যাচারে দিশেহারা ঝাড়খণ্ডের বাসিন্দারা ফের বিজেপির শাসনে একটু একটু করে স্বাভাবিক পরিবেশের মুখ দেখছেন। এর আগে বিজাতীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একশ্রেণির মানুষ কীভাবে ঝাড়খণ্ডের জঙ্গল মহলকে রক্তাক্ত করেছে দিনের পর দিন। দেশের সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে নিরন্তর সমাধানের পথ খুঁজে চলেছে।  আরও পড়ুন-Madhya Pradesh Shocker:ফুটপাথ থেকে ঘুমন্ত শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন, প্লাস্টিকে মুড়ে দেহ ফেল গেল অভিযুক্তরা

এরপরই গত পাঁচ বছরের কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়নের ফিরিস্তি দিতে শুরু করেন তিনি। জানান, মহিলাদের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস থেকে শুরু করে সরকার থেকে বাড়ি বাড়ি শৌচালয় বানিয়ে দেওয়ার কাজ হয়েছে। রাজ্যের মহিলাদের কর্মক্ষম করে স্রোতের মুখে ফেরাতে রানি মিস্ত্রি প্রকল্পের (Rani Mistri training) অধীনে ঝাড়খণ্ডের মহিলাদের রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাঁচ দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে ঝাড়খণ্ডে। এরমধ্যে গত ৩০ নভেম্বর প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। ৮১ বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব সম্পূর্ণ হবে আগামী ২০ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর নির্বাচনের ফলাফল জানাবে কমিশন।