লখনৌ, ২৫ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রবিবার রাহুল গান্ধীর তাজমহলের জেলা আগ্রা শো। যোগী রাজ্যে এই যাত্রায় মোটের ওপর ভাল সাড়া পাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার সকালে আগ্রায় দাঁড়িয়ে রাহুল অভিযোগ করে বললেন," দেশের সংখ্যালঘু, ওবিসি, দলিতদের নিয়ে উদাসিন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাজেটে মাত্র ৭ শতাংশ প্রতিনিধিত্ব রয়েছে সংখ্যালঘু, ওবিসি, দলিতদের।" সঙ্গে বোন প্রিয়াঙ্কার পাশে বসে রাহুল বললেন, " উত্তরপ্রদেশের বাজেট নিয়ন্ত্রণ করে ৬২ জন অফিসার, সেখানে ওবিসি-দের প্রতিনিধিত্ব মাত্র ৪ শতাংশ, আর দলিতদের ৬ শতাংশ।"
এদিন, কংগ্রেসের রাহুল গান্ধী-র ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাহুল ও অখিলেশকে আগ্রায় একসঙ্গে যাত্রায় হাঁটতে দেখা যাবে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Agra, UP: Congress leader Rahul Gandhi says, " ..90% (minorities, OBC, Adivasis, Dalits) have only 7% participation in the central budget... 62 officers control the Uttar Pradesh budget, in these 62 officers, OBC has 4% participation who are 55% here in the state, Dalit… pic.twitter.com/F1bBRV4oZs
— ANI (@ANI) February 25, 2024
উত্তরপ্রদেশে কংগ্রেস ও এসপি-র মধ্যে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে কংগ্রেস ১২টি আসনে লড়তে পারে, রাজ্যের বাকি ৬৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি।