নাবালিকা ধর্ষণের প্রতীকী ছবি (Photo Credits: PTI)

মধ্যপ্রদেশ, ৩ ডিসেম্বর: ফুটপাথে বাবা-মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল বছর চারেকের নাবালিকা। সেই ঘুমন্ত শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের (gang-raped) পর খুন করল পাষণ্ডরা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, ওই শিশুকন্যাকে গণধর্ষণের পর মারধর করা হয়। তারপর গলা টিপে খুন করে ধর্ষকের দল। সোমবার কাকভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। খুনের পরও একরত্তিকে রেহাই দেয়নি ধর্ষকের দল। ছোট্ট শরীরটাকে প্লাস্টিকে মুড়ে হাসপাতালের পরিত্যক্ত এলাকায় ফেলে রেখে যায়। এদিকে সাতসকালে ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা মা। কিছুক্ষণের মধ্যেই মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে জানা গিয়েছে, গলা টিপে খুনের আগে নাবালিকাকে গণধর্ষণের পর বেধড়ক মারধর করা হয়। আরও পড়ুন-Uttar Pradesh: চরম আর্থিক সংকট, দুই মেয়েকে খুনের পর ১৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দম্পতি

এই খবরটি প্রকাশিত হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখছে পুলিশ। যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকের দলটিকে গ্রেপ্তার করাই এখন পুলিশের লক্ষ্য। যখন তেলেঙ্গানার মহিলা চিকিৎসককে গণধর্ষণের পর জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ যখন উত্তাল ঠিক সেই সময়ই নারকীয় ধর্ষণের ঘটনাটি ঘটল মধ্যপ্রদেশে। যখন দেশের মানুষ মেয়েদের নিরাপত্তার বহড় দেখে ক্ষোভ উগড়ে দিচ্ছে। দেশে এমন একটা জায়গা নেই যেখানে মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারে। রাজনীতিকরা এই নারকীয় ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।