৭ মে, ২০১৯: উত্তর প্রদেশে (Uttr pradesh)ভোটে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে নাগরিকপঞ্জি। অসম(Assam) থেকে নাগাল্যান্ড(Nagaland), ত্রিপুরা(Tripura), মণিপুর (Manipur), অরুণাচল প্রদেশ(Arunachal pradesh), মেঘালয় (Meghalaya)সর্বত্রই একটি ইস্যু নাগরিকপঞ্জি। নাগাল্যান্ড, ত্রিপুরা, মনিপুরের মত সীমান্তের রাজ্যগুলি বিজেপি সরকারের এই নতুন সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ। তারা বিজেপির জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ইতিমধ্যেই নাগাল্যান্ড, মণিপুর বিজেপির জোট ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছে তারা।
এদিকে ত্রিপুরায়(Tripura) বিজেপির ঐতিহাসিক জয়ও কেমন যেন ঝিমিয়ে পড়েছে। ক্রমশ জনপ্রিয়তা হারাতে শুরু করেছে বিপ্লব দেব। অরুণাচলের অবস্থাও খুব একটা ভাল নয়। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রভাব ফেলতে চলেছে সেটা নাগরিকপঞ্জি। যার জন্য এবারের লোকসভা ভোটে উত্তর পূর্বের রাজ্যগুলিতে কঠিন মূল্য চোকাতে হতে পারে মোদিকে।
অমিত শাহরা(Amit Shaha) সেকথা বিলক্ষণ বুঝতে পেরেছেন বলেই নাগরিকপঞ্জি নিয়ে আর বেশি এগোনোর সাহস দেখাননি লোকসভা ভোটের আগে। কারণ এই নাগরিকপঞ্জির প্রভাব পশ্চিমবঙ্গেও এসে পড়েছে। অসম থেকে ২০ লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছে নাগরিকপঞ্জি থেকে যেটা বিজেপি সরকারের কাছে বুমেরাং হয়ে ফিরে এসেছে। এককথায় মোদি নিজে হাতেই বিরোধীদের হাতে বড় অস্ত্র তুলে দিয়েছেন।