দিল্লি, ২২ জানুয়ারি: মোবাইল (Mobile) ফোনে নিষেধাজ্ঞা রয়েছে স্কুল জুড়ে। কোনওভাবে মোবাইল ফোন স্কুলের গণ্ডির ভিতরে আনা যাবে না। এমনই নির্দেশ জারি করা হয় স্কুল স্কুল কর্তৃপক্ষের তরফে। তবে নিষেধাজ্ঞা না মেনে মোবাইল নিয়ে স্কুলে ঢোকায়, তা কেড়ে নেন এক শিক্ষক। মোবাইল হাতে না পেয়ে, সোজা প্রিন্সিপালের ঘরে চলে যায় বছর ১৬-র এক ছাত্র। সেখানে গিয়ে প্রিন্সিপালকে কার্যত হুমকি দিতে শুরু করে ওই পড়ুয়া। শুনতে অবাক লাগলেও, কেরলের (Kerala) পালাক্কাডের একটি সরকারি স্কুলে এবার এমন ছবি ধরা পড়ে।
রিপোর্টে প্রকাশ, বছর ১৬-র ওই পড়ুয়া স্কুলে মোবাইল নিয়ে গেলে, তা র কাছ থেকে ফোন কেড়ে নেন এক শিক্ষক। এরপর ওই শিক্ষক তা প্রিন্সিপালের হাতে তুলে দেন। যা জানতে পেরে সোজা প্রিন্সিপালের ঘরে ওই ছাত্র চলে যায়। প্রিন্সিপালের ঘরে গিয়ে শুরু হয় হুমকি। প্রিন্সিপাল যদি মোবাইল ফেরৎ না দেন, তাহলে তাঁকে খুন করা হবে বলে দেওয়া হয় হুমকি। সেই সঙ্গে চলে চিৎকার।
দেখুন প্রিন্সিপালকে কীভাবে হুমকি দিচ্ছে ছাত্র...
In a shocking incident at #Anakkara Government Higher Secondary School, #Palakkad, #Kerala, a 16-year-old student threatened a teacher after his mobile phone was confiscated.
Despite strict rules prohibiting the use of mobile phones on campus, the 11th-standard student was… pic.twitter.com/GEDDLZQ550
— Hate Detector (@HateDetectors) January 21, 2025
বিষয়টি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শিক্ষক-সহ স্কুল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট ছাত্রের বিরুদ্ধে। সেই সঙ্গে স্কুল থেকে ওই ছাত্রকে বহিষ্কার করা হয় বলে খবর।
পুলিশের তরফে জানানো হয়, তাঁরা অভিযোগ পেয়েছেন। উপযুক্ত পদক্ষেপ সংশ্লিষ্ট ছাত্রের বিরুদ্ধে করা হবে বলে স্কুল কর্তৃপক্ষকে আশ্বাস দেয় পুলিশ।