EMU Special Train for Cricket fan (Photo Credit: X@airnews_kolkata)

ইডেনে আজ ভারত ও ইংল্যান্ড টি -২০ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়, তাই  খেলা শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে। সেই কথা মাথায় রেখে ক্রিকেট প্রেমীদের খেলা দেখে বাড়ি ফেরার সুবিধার্থে  পূর্ব রেল (Eastern railway) রাতে ১২ কোচের দুটি ইএমইউ বিশেষ ট্রেন ()চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি স্পেশাল প্রিন্সেপ ঘাট থেকে রাত ১১ টা ৫০ মিনিটে বারাসাত এর উদ্দেশে এবং আরেকটি ট্রেন বিবিডি বাগ (BBD BAG) থেকে রাত ১২ টা দুই মিনিটে বারুইপুর এর উদ্দেশে চালানো হবে বলে রেল সূত্রের খবর।

প্রথম টি ২০ ম্যাচে এক বছরেরও বেশি সময় পর ভারতের জার্সিতে মাঠে নামতে চলেছেন মহম্মদ শামি। টি -২০ বিশ্বকাপ জয়ের পর টি -২০ ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ফলে আত্মবিশ্বাস নিয়েই সিরিজে নামছে ভারত। অন্যদিকে, ব্রেন্ডন ম্যাকালাম এই সিরিজ থেকেই সীমিত ওভারের ক্রিকেটেও ইংল্যান্ড দলের কোচ হিসেবে কাজ শুরু করছেন। ম্যাচের ২৪ ঘন্টা আগে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভারটন, গাস এটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।ম্যাচ উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।