মুম্বই, ২২ জানুয়ারি: সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলা চালানো মহম্মদ শেহজাদকে প্রতিনিয়ত জেরা করছে পুলিশ। জেরায় মহম্মদ শরিফুল শেহজাদ দাবি করেছে, সে অত্যন্ত গরীব। পারিবারিক অনটনের জেরেই শরিফুল বাংলাদেশের (Bangladesh) সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছে। ভারতে (India) অনুপ্রবেশের পর মুম্বইতে (Mumbai) পরিচারকের কাজ শুরু করে এই বাংলাদেশি নাগরিক। তবে গত ডিসেম্বর মাসে শরিফুল কাজ হারিয়ে ফেলে এবং বেকার হয়ে যায়। মায়ের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল। সেই কারণে কোনও তারকার বাড়িতে ঢুকে, টাকাপয়সা হাতিয়ে ফের বাংলাদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল শরিফুলের।
আরও পড়ুন: Saif Ali Khan-Kareena Kapoor Khan: 'আমাদের বেডরুমে চলে আসুন', ভাইরাল সইফ-করিনার পুরনো ভিডিয়ো
সইফের বাড়িতে চুরির পর টাকাপয়সা নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার ফাঁদ পেতেছিল শরিফুল। মায়ের চিকিৎসার জন্যই ছিল অর্থের প্রয়োজন। সেই কারণে যত শিগগিরই সম্ভব, সীমান্ত পার করে শরিফুলের বাংলাদেশে প্রবেশের ইচ্ছে ছিল বলে পুলিশি জেরায় দাবি করে ওই ব্যক্তি।
গত সপ্তাহে সইফ আলি খানের বাড়িতে ঢুকে চুরির চেষ্টা চালায় এই বাংলাদেশি। বিপদ বুঝে অভিনেতা এগিয়ে এলে, তাঁর উপর হামলা চালায় শরিফুল। পরপর সইফকে ৬বার ছুরির আঘাত করে পালায় বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই থেকে খোঁজ চলছিল। অবশেষে গত রবিবার মহারাষ্ট্রের থানে থেকে শরিফুল নামের এই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে মুম্বই পুলিশ।