প্রয়াগরাজে চলা মহাকুম্ভের মেলায় মালা বেচতে বেচতে হঠাৎই ভাইরাল ধূসর চোখের মোনালিসা। কুম্ভ মেলায় প্রায় প্রত্যেকদিনই তাঁকে তাক করে থাকে,প্রায় একডজন ক্যামেরা। অনুরাগীদের নানা আবদারে মালা বিক্রি তো লাটে উঠেছে। এমনকী, তাঁকে ঘিরে এত উত্তেজনা যে, ভয়ের চোটে মোনালিসা মুখ ঢেকেছেন মাস্কে। তাতে নেই রেহাই। তাঁর ধূসর চোখ চিনিয়ে দিচ্ছে, তিনিই সেই ভাইরালকন্যা মোনালিসা। এমনকি তাকে 'মহাকুম্ভের মোনালিসা'ও বলা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোনালিসার আরেকটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বিউটি পার্লারে গিয়ে নিজেকে একেবারে বদলে ফেলছেন মোনালিসা। ভিডিওতে উজ্জ্বল লাল পোশাকে মোনালিসাকে দেখা যাচ্ছে। শিপ্রা মেকওভার বিউটি সেলুন থেকে তার চুলের স্টাইল এবং মেকআপ এর সৌজন্যে নিজের মেকওভার করাচ্ছেন ভাইরাল কন্যে। তবে কী ফিল্ম পাড়ার গুঞ্জন সত্যি যে আল্লু অর্জুনের পুষ্পা ৩ ছবিতে অভিনয়ের জন্য নাকি ডাক পেয়েছেন তিনি?
মহাকুম্ভের ভাইরাল কন্যা মোনালিসার মেকওভার
आज मेरा मेकअप शिप्रा मेकओवर ब्यूटी सैलून द्वारा किया गया 😍😍 धन्यवाद ❣️ pic.twitter.com/zSJr8NtIRG
— Monalisa Bhosle (@MonalisaIndb) January 20, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)