Rape, Representational Image (Photo Credit: IANS)

কলকাতাঃ বীরভূমের (Birbhum )সিউড়িতে(Siuri) হাড়হিম করা ঘটনা। চকোলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী। কাঠগড়ায় মুদি দোকানি। ঘটনা জানাজানি হতেই দোকান ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। পলাতক অভিযুক্ত। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে মুদির দোকানে গিয়েছিল ১২ বছরের ওই কিশোরী। চকোলেট কিনে চলে আসার সময় তাকে দোকানের ভিতর ডাকে দোকানদার। পরিচিত হওয়ার তার ডাকে সাড়া দেয় নির্যাতিতা। এরপরই দোকানের ভিতর নিয়ে গিয়ে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। কিশোরীকে দোকান থেকে বের হতে না দেখে সন্দেহ হয় এক প্রতিবেশী মহিলার। তিনিই আশেপাশের লোকজনকে ডেকে গোটা ব্যাপারটি জানান। এরপর লোকজন আসতেই নির্যাতিতাকে ছেড়ে দেয় অভিযুক্ত।

কিশোরীকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে

বাড়ি গিয়ে গোটা বিষয়টি জানায় ওই কিশোরী। রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। অন্যদিকে বুধবার সকাল থেকে অভিযুক্তের গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। বন্ধ দোকানেই ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পোড়ানো হয় টায়ার। আটক করা হয় অভিযুক্তের দাদাকে।

চকোলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার ১২ বছরের কিশোরী, পলাতক অভিযুক্ত