‘স্বাধীনতা একটি চিরস্থায়ী সংগ্রামের নাম, ভারত কোন পথে চলেছে?’ গান্ধী জয়ন্তীতে প্রশ্ন তুললেন পি চিদম্বরম
পি চিদম্বরম(Photo Credit: PTI)

দিল্লি, অক্টোবর: “ভারত কোথায় চলেছে?  স্বাধীনতা আসলে চিরস্থায়ী সংগ্রামের অপর নাম। সদা সতর্ক থেকেই স্বাধীনতার মূল্য দিতে হবে।” আইএনএক্স মিডিয়া মামলায় ফেঁসে প্রায় একমাস যাবৎ তিহাড় জেলে বন্দি রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এদিন সেই জেল থেকেই জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০-তম জন্ম জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রবীণ কংগ্রেস নেতা। তিনি আরও বলেছেন, “২০ শতকে গোটা বিশ্বজুড়ে গণতন্ত্র ফুলের মতো বিকশিত হয়েছে। শত শত দেশের লক্ষ লক্ষ মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাম্যই যার ভিত্তি।”

এই টুইটেই প্রশ্ন রেখেছেন পি চিদম্বরম, “একবিংশ শতক গণতন্ত্রের আকাঙ্ক্ষাকেই জলাঞ্জলি দিয়েছে। ভেনেজুয়েলা, রাশিয়া, মায়ানমার, তুরস্ক, হাঙ্গেরি এমনকী, আমেরিকার মতো দেশে গণতন্ত্র আজ ফাঁকা বুলি। ভারত এখন কোন পথে যেতে চায়?” প্রবীণ কংগ্রেস নেতা আইএনএক্স মিডিয়া মামলায় (INX Meda Case) গত ২২ আগস্ট সিবিআইএর হাতে গ্রেপ্তার হন। তাঁর জোর বাংলো থেকে তাঁকে প্রায় চ্যাংদোলা করে তুলে আনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর বেশ কয়েকটা দিন শুধু সিবিআই-এর (CBI)  সদর দপ্তরেই তাঁকে থাকতে হয়েছে। টানা জেরা চলেছে, আর জেরা শেষে তাঁকে সিবিআই-এর বিশেষ আদালতে হাজির করা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা পি চিদম্বরমকে তিহাড়ে পাঠানোর আর্জি জানাচ্ছেন যখন, তখন চিদম্বরমের আইনজীবী তাঁর আগাম জামিনের আবেদনের বন্দোবস্ত করছেন। এইভাবে বেশকিছু দিন কাটানোর পর যখন ইডি তাঁকে গ্রেপ্তারে চেষ্টা শুরু করল তখন সিবিআই জানাল কংগ্রেস নেতাকে আর তাদের দরকার নেই। এরপর গ্রেপ্তারির আশঙ্কায় ইডির হেফাজতে যেতে রাজি হয়ে যান পি চিদম্বরম। এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করেন। তবে শুনানির আগেই তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করে দিল্লি হাইকোর্ট। প্রায় মাসখানেক আগে পি চিদম্বরমকে (P Chidambaram) অসুস্থ শরীরে তিহাড় জেলে যেতে হয়। আরও পড়ুন-বাপুর ১৫০-তম জন্মদিন উপলক্ষে তামাকজাত পানমশলায় নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান সরকার

এরপর বেশ কয়েকবার শুনানি হলেও ছাড়া পাননি প্রবীণ কংগ্রেস নেতা। তুষার মেহতার বক্তব্য প্রভাবশালী নেতা জামিন পেলেই দেশ থেকে পালিয়ে যেতে পারেন, তাই দিল্লির আদালত তাঁর জামিন নাকচ করে দিয়েছে।