শুরু হলো কংগ্রেস সভাপতি নির্বাচনের পালা।সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে বিকাল ৪টে অবধি। দেশের প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস দফতর এবং দিল্লিতে এআইসিসি-র সদর দফতরে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। দেশজুড়ে মোট ৩৬টি নির্বাচনী কেন্দ্র তৈরি করা হয়েছে বিভিন্ন রাজ্য মিলিয়ে। রয়েছে মোট ৬৭টি বুথ। এছাড়াও নয়া দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি বা এআইসিসি সদর দফতরেও একটি বুথ হয়েছে। ভোটপর্ব শুরুর আগে ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথারিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি।
Delhi | Congress party's Central Election Authority chairman Madhusudan Mistry conducts final checks before voting for the party's presidential election begins at the AICC office pic.twitter.com/wk64zlZ0fP
— ANI (@ANI) October 17, 2022
Voting for Congress presidential elections will begin at 10 am at the AICC office in Delhi pic.twitter.com/gJbDWEfIQn
— ANI (@ANI) October 17, 2022
সকালেই কংগ্রেসের সদর দফতরে ভোট দিতে এলেন সাংসদ পি চিদাম্বরম, জয়রাম রমেশের মতো শীর্ষ নেতারা।
Congress presidential elections | Congress MPs P Chidambaram, Jairam Ramesh and other party leaders cast their votes at the AICC office in Delhi. pic.twitter.com/IUMhCjKdst
— ANI (@ANI) October 17, 2022
এদিন নির্বাচনের শুরুতে শশী থারুর বলেন, “আমি আত্মবিশ্বাসী। কংগ্রেসের ভবিষ্যৎ দলীয় কর্মীদের হাতেই রয়েছে।”
I'm confident. The fate of the Congress party is in the hands of party workers. The odds have been stacked against us as the party leaders & establishment were overwhelmingly with the other candidate: Congress presidential candidate Shashi Tharoor, at Thiruvananthapuram, Kerala pic.twitter.com/pEENIU1tBI
— ANI (@ANI) October 17, 2022
ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও
Delhi | Former Prime Minister Dr Manmohan Singh casts his vote to choose the new Congress president pic.twitter.com/ETSvSdHKbk
— ANI (@ANI) October 17, 2022