নির্বাচনের আগে রাজস্থানে প্রচারে গিয়ে কংগ্রেস সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গেহলত সরকারকে আক্রমন করতে গিয়ে তিনি বলেন, "যেখানেই কংগ্রেসের সরকার রয়েছে সেখানেই সন্ত্রাস, অত্যাচার লাগামহীন হয়েছে।কংগ্রেসের কাছে তোষণের রাজনীতি সবকিছুই এবং এর জন্য তারা বহুদূর যেতে পারে।"
এছাড়া তিনি আরও জানান যে, "কংগ্রেস মহিলাদের বিশ্বাস ভঙ্গ করেছে। মুখ্যমন্ত্রী কি এই রাজ্যের মহিলাদের রক্ষা করতে পারবেন যিনি নিজেই বলেন যে মহিলারা ভুয়ো ধর্ষণের অভিযোগ করে। এই ধরনের একটি দলকে শাস্তি দেওয়া উচিত। রাজ্যের মহিলাদের নিয়ে কংগ্রেসের নেতাদের নীচু মানসিকতা রয়েছে।তারা বলে ধর্ষনের মত ঘটনা ঘটছে কেননা এটা পুরুষদের স্থান।"
এছাড়াও তিনি জানান যে, "বিজেপির উদ্দেশ্য হচ্ছে রাজস্থানকে দেশের মধ্যে সেরা বানানোর।রাজ্যের মধ্যে দুর্নীতিকে আঘাত করায় প্রধান লক্ষ্য এবং বোন এবং মেয়েদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ তৈরী করা। "
২৫ শে নভেম্বর রাজস্থানে ভোট হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরে ৩ তারিখে রয়েছে গণণার কাজ।রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী জানান, হোলি ,হনুমানজয়ন্তী, রামনবমী মানুষ এখানে উৎসবও শান্তিপূর্ণভাবে করতে পারে না। দাঙ্গা, পাথর ছোঁড়া এবং কার্ফু সবই চলে রাজস্থানে।
"Congress has broken trust of women": PM Modi attacks Gehlot government of crime against women
Read @ANI Story | https://t.co/mvJodB6k4t#PMModi #RajasthanAssemblyElections2023 #CMAshokGehlot pic.twitter.com/OzutGT0Bom
— ANI Digital (@ani_digital) November 18, 2023