Donald Trump (Photo Credit: Instagram)

পড়শি দেশ কানাডাকে বড়ু হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)।  জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার শাসক দলের নতুন নেতা নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। কানাডার ওনতারিয়ো প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহকরা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্কও আরোপ করেছে। কার্নির এই হুঙ্কারের জবাবে গর্জে উঠে ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি, এই হুমকির জন্য কানাডাকে বড় আর্থিক মূল্যে চোকাতে হবে। সেই মূল্য এতটাই ভয়ানক হবে যে তা বহু বছর ধরে ইতিহাস বইতে লেখা থাকবে। কানাডার গাড়ির ব্যবসাও পুরোপুরি বন্ধ লকরার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের গর্জন

সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প হুঙ্কারের সুরে লেখেন,"কী করে আমাদের দেশে, তা সে যত ছোট জায়গারই হোক না কেন, অন্য একটা দেশ থেকে বিদ্যুত নেয়! এই ধরনের সিদ্ধান্ত কারা নিয়েছিল, কেন নিয়েছিল? ভাবা যাচ্ছে না কানাডা ঠিক কতটা নিচে নামতে পারে। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নর মত হুমকিতে সাধারণ অসহায় মানুষের জীবনে কতটা প্রভাব পড়তে পারে, সেটা ভেবেও খারাপ লাগছে। এসব কথা আসেল দর কষাকষির জন্য সস্তার হুমকি। এর জন্য ওদের আর্থিক দিক থেকে ভারী মূল্য চোকাতে হবে, এবং মূল্য এতটাই কঠিন হবে যে সেটা ইতিহাস বইতে লেখা থাকবে।"

কানাডাকে হমকি দিয়ে ট্রাম্পের বার্তা

মার্কিন মলুকে থাকা কানাডিয়ানদের জন্য কড়া নির্দেশ ট্রাম্পের

ট্রাম্পের এই কথার পরই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবসাকারী কানাডিয়ানদের জন্য কড়া নির্দেশিকা জারি করে মার্কিন প্রশাসন। এখন থেকে আমেরিকায় ৩০ দিন বা বেশী দিন আমেরিকায় থাকলে সব কানাডিয়ানদের মার্কিন প্রশাসনের কাছে নথিভুক্ত হতে হবে।