PM Internship Scheme 2024 (Photo Credit: X@@PIBKohima

২০২৪ সালের প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম-এর অধীনে ১.২৭ লাখ সুযোগের জন্য প্রায় ৬.২১ লাখ আবেদন গৃহীত হয়েছে এবং সেই আবেদনের মধ্যে সঠিক প্রার্থীকে বেঁছে নিতে শুরু হয়েছে  নির্বাচন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের তরফে গত ২৯ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত এই স্কিমটির লক্ষ্য পাঁচ বছরের মধ্যে শীর্ষ ৫০০টি কোম্পানিতে ১ কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা। এই প্রকল্পের একটি পাইলট প্রকল্প গত ৩ অক্টোবর শুরু হয়েছিল, যার লক্ষ্য ২০২৪-২৫ আর্থিক বছরের মধ্যে ১.২৫ লক্ষ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা।

রবিবার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে কর্পোরেট বিষয়ক মন্ত্রক বলেছে যে ১.২৭ লক্ষ ইন্টার্নশিপের সুযোগের বিপরীতে প্রায় ৬.২১ লক্ষ আবেদন গৃহীত হয়েছে।

 

পোর্টালে ৪ লক্ষেরও বেশি মানুষ কেওয়াইসি সম্পন্ন করেছেন

বিবৃতিতে বলা হয়েছে ইন্টার্নশিপের জন্য বাছাই প্রক্রিয়া চলছে। অংশীদার কোম্পানিগুলি ইন্টার্নশিপ স্কিম পোর্টালে প্রায় ১.২৭ লক্ষ ইন্টার্নশিপের সুযোগ পোস্ট করেছে। ইতিমধ্যেই  ৪.৮৭ লক্ষ ব্যক্তি তাদের কেওয়াইসি সম্পূর্ণ করেছেন এবং পোর্টালে নিজেদের নিবন্ধন করেছেন।

ইন্টার্নদের এককালীন ৬০০০  টাকা অনুদান প্রদান করা হবে

এই প্রকল্পের অধীনে, ইন্টার্নদের ১২ মাসের জন্য ৫০০০ টাকা মাসিক আর্থিক সহায়তা এবং ৬০০০ টাকা এককালীন অনুদান দেওয়া হবে।

এ বছর গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রক বলেছে, স্টেকহোল্ডারদের মন্তব্য এবং মন্ত্রক-নিযুক্ত কমিটির সুপারিশ বিবেচনা করে ব্যয় রেকর্ড ও অডিট পরিচালনার কাঠামো সংশোধন করা হবে। আর্থিক বছর ২০২৩-২৪ থেকে, মন্ত্রক খরচ নিরীক্ষা প্রতিবেদন দাখিল করার জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলার বিষয়ে কোম্পানিগুলিকে নিয়মিত পরামর্শ জারি করেছে।