Bihar Police Constable Arrested (Photo Credit: X/Screengrab)

পাটনা, ১৭ মার্চ: কথায় বলে 'রক্ষকই ভক্ষক'। এবার সেই প্রবাদ যখন হাতে কলমে ফলছে, তা দেখে অবাক আপামর জনসাধারণ। শুনতে অবাক লাগলেও বিহারের (Bihar) ঘটনা আপনাকে অবাক করে দেবে। বিহারের সিওয়ানে (Siwan) পুলিশ কনস্টেবলের হাতে ধর্ষিত (Rape) হতে হয় এক মহিলাকে। রিপোর্টে প্রকাশ, সিওয়ানের পুলিশ কনস্টেবল সুধীর সিং এক মহিলার বাড়ির ছাদ বেয়ে নীচে নেমে, ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে।

ওই মহিলার উপর অত্যাচারের পর সুধীর সিং পালাতে গিয়ে পড়ে যায় এবং তার পা ভাঙে। ভাঙা পা নিয়ে সুধীর সিং দৌঁড়তে না পারলে ধরা পড়ে যায়। এরপর সুধীর সিংকে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ক্যামেরার সামনে যাতে মুখ দেখা না যায়, তার জন্য সুধীর সিং হাত দিয়ে আড়াল করার চেষ্টা করে। ধরা পড়ার পর সুধীর সিং নামে ওই কনস্টেবল নিজের হাত দিয়ে মুখ ঢেকে সেখান থেকে সরে যায়।

ধর্ষণের পর পালাতে গিয়ে পা ভাঙে কনস্টেবলের। তারপরই তাকে পাকড়াও করে পুলিশ...

 

ওই ঘটনা জানাজানি হতেই  পুলিশের উপর স্থানীয় মানুষের ক্ষোভ, রাগ উপচে পড়তে শুরু করে। যার জেরে বাধ্য হয়ে পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে। ধৃত কনস্টেবল সুধীর সিংতে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে খবর।