নতুন দিল্লি, ৬ নভেম্বর: ক্রমাগত চড়ছে পেঁয়াজের (Onion) দাম। বুধবার দিল্লিতে কেজি প্রতি পেঁয়াজের দাম পৌঁছল একশো টাকায়। মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য অবশ্য বন্যাকেই কাঠগড়ায় তুলেছেন কৃষিমন্ত্রী। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে আমদানিতে জোর দেওয়ার। কেন্দ্রীয় কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানির উপর জারি করা নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদেশ (Forign) থেকে পাঠানো পেঁয়াজ পরীক্ষা করার পরেই তা বাজারে পাঠানোর অনুমোদন দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর।
পেঁয়াজের চড়া দাম নিয়ে বিজেপি সরকারের (BJP) বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস (Congress)। এই সময় পত্রিকার খবর অনুযায়ী, কংগ্রেসের দলীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের দাবি, দেশে যথেষ্ট পেঁয়াজ মজুত থাকা সত্ত্বেও কালোবাজারিদের সুবিধা পাইয়ে দিতে দামে লাগাম দিতে উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। তাঁর আরও বক্তব্য, এবার পেঁয়াজ আমদানি করতে চলেছে সরকার। এর বিরুদ্ধে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি। মূল্যবৃদ্ধির জন্য কোনও সুবিধা পাচ্ছেন না কৃষকরা। সরকারকে অনুরোধ, তড়িঘড়ি সমস্যার সমাধান না করে সুচিন্তিত পদক্ষেপ করা হোক।' অন্যদিকে, কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতরের মন্ত্রী রাম বিলাস পাসওয়ান পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে বন্যা (Flood) পরিস্থিতির দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় শস্য নষ্ট হওয়ার ফলেই পেঁয়াজের জোগানে ভাটা পড়েছে। তবে আশ্বাস দিয়ে মন্ত্রী জানিয়েছেন, নভেম্বরের শেষ দিকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আরও পড়ুন: Viral: স্পাইসজেটের ভাঙা জানালা মেরামত হল সেলোটেপ দিয়ে! ভাইরাল হল ছবি
উল্লেখ্য, শুধু দিল্লি নয় দেশের অনেক জায়গায় এখন ৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ। মধ্যবিত্তের মাথায় অবশ্য পেঁয়াজের দাম (Price) নতুন করে হাত ফেলছে না। কারণ পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। প্রথমে ৪০, তারপর ৫০, তারপর ৬০, তারপর ৭০ আর এখন দেশের অনেক বাজারে ৮০ টাকা কেজিতে ঠেকেছে পেঁয়াজের দাম।