নয়াদিল্লিঃ এই ধোনি (MS Doni) ছক্কা হাঁকাচ্ছে না। ব্যাটের )Bat) শাসনে জব্দ করছেন না প্রতিপক্ষকে। চালাচ্ছেন না বাইকও (Bike)। হ্যাঁ, এবার এক অন্যরকম মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে পরিচয় করালেন বলিউড পরিচালক করণ জোহর (Karan Jhar)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ক্লিপিং। যাতে 'লাভার বয়' হিসেবে দেখা যাচ্ছে সকলের প্রিয় মাহিকে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া ইনস্টগ্রামে শেয়ার করেছেন খোদ করণ। ভিডিয়োর ক্যাপশনে করণ লিখছেন 'এমএস ধোনি, আমাদের নতুন লাভার বয়।' মুহূর্তে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। শেয়ার ও লাইক করেছেন লক্ষ লক্ষ মানুষ।
নতুন লুকে ধরা দিলেন এমএস ধোনি
তাহলে কী এবার করণের হাত ধরে বলিউডে পা রাখছেন ক্যাপ্টেন কুল? প্রশ্ন অনুরাগীদের মনে। তবে অনুরাগীদের অন্ধকারে রাখেননি করণ। জানান, এটি কোনও মূলস্রোতের ছবি নয়। এটি একটি অ্যাড ফিল্ম। যার পরিচালক পুনিত মালহোত্রা। ভাইরাল ভিডিয়োতে ধোনিকে হাতে হার্ট আকৃতির বেলুন নিয়ে বলতে শোনা যাচ্ছে, ‘তুম যো সাথ চালতি হো, হার সফর খুবসুরত বানাতি হো।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'তুমি সঙ্গে থাকলে সব যাত্রাই সুন্দর।' এই ভিডিয়োয় আবহ সঙ্গীত হিসেবে অরিজিৎ সিং-এর একটি নতুন গান ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে এই ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে মাহিকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।
'লাভার বয়' ধোনির সঙ্গে পরিচয় করালেন করণ জোহর
View this post on Instagram