![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/One-World-TB-Summit-380x214.jpg)
উত্তরপ্রদেশঃ দেশ থেকে টিবি-র মতন মারণ রোগ দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এ টিবি রোগ নির্মূলে সাহায্যকারি নির্বাচিত রাজ্য , কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলির ভারপ্রাপ্ত আধিকারিকদের পুরস্কার বিতরণ করলেন।বারাণসীতে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বি-মুক্ত পঞ্চায়েত উদ্যোগ সহ বিভিন্ন উদ্যোগ চালু করেছেন এবং ভারতের বার্ষিক টিবি রিপোর্ট ২০২৩ও প্রকাশ করেছেন।
Uttar Pradesh | Prime Minister Narendra Modi distributes awards to selected States/UTs and Districts for their progress towards ending TB at 'One World TB Summit' in Varanasi pic.twitter.com/jixHqUjhO7
— ANI (@ANI) March 24, 2023
UP | PM Narendra Modi launches various initiatives including the TB-Mukt Panchayat initiative; official pan-India rollout of a shorter TB Preventive Treatment (TPT); Family-centric care model for TB and release of India’s Annual TB Report 2023 at 'One World TB Summit' in Varanasi pic.twitter.com/Hjs4LnBM4K
— ANI (@ANI) March 24, 2023
বারাণসীতে 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- কাশীতে এই শীর্ষ সম্মেলন হচ্ছে এটা আনন্দের বিষয়। কিছু সময় আগে ভারতও 'এক পৃথিবী, এক স্বাস্থ্য'-এর দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল এবং এখন 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এর মাধ্যমে ভারত বৈশ্বিক ভালোর আরেকটি রেজোলিউশন পূরণ করেছে। গত ৯ বছরে, ভারত টিবির বিরুদ্ধে এই লড়াইয়ে অনেক ফ্রন্টে একসঙ্গে কাজ করেছে। ভারত জনগণের অংশগ্রহণের মাধ্যমে টিবির বিরুদ্ধে লড়াইয়ে একটি দুর্দান্ত কাজ করেছে।
It is a matter of happiness that this summit is happening in Kashi. Some time ago, India also took the initiative to take forward the vision of 'One Earth, One Health' and now through 'One World TB Summit' India is fulfilling another resolution of Global Good: PM Modi, in… pic.twitter.com/LoaPWWWheq
— ANI (@ANI) March 24, 2023