হোলির দিন (Holi 2025) সাত সকালে দেশের দুই স্থানে আঘাত হানল ভূমিকম্প। জোড়া ভূমিকম্প স্বাগত জানাল চলতি বছরের রঙের উৎসব। লাদাখের কারগিল এবং অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অনুভূত হয়েছে কম্পন। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানাচ্ছে, প্রথম ভূমিকম্পটি হয় লাদাখের কার্গিলে। ভূমিকম্পটি ১৫ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছে। জম্মু এবং শ্রীনগরের বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় জানান, ঘুমের মধ্যেই তাঁরা কম্পন অনুভব করেন। আতঙ্কের জেরে ঘুম চোখেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা।
লাদাখের কার্গিলে ভূমিকম্পঃ
An earthquake measuring 5.2 on the Richter scale hit Kargil in Ladakh at 2:50 am.
As per NCS, the depth of earthquake was 15 kilometres.
No report of any damage so far. pic.twitter.com/tgW3z5sFRx
— Greater Kashmir (@GreaterKashmir) March 13, 2025
পরবর্তী ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৬টা নাগাদ, অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং-এ। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রের মতে, রিখটার স্কেলে অরুণাচল প্রদেশে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০। ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছে।
অরুণাচল প্রদেশে ভূমিকম্পঃ
EQ of M: 4.0, On: 14/03/2025 06:01:28 IST, Lat: 27.26 N, Long: 92.27 E, Depth: 10 Km, Location: West Kameng, Arunachal Pradesh.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 pic.twitter.com/PbnjzSPloE
— National Center for Seismology (@NCS_Earthquake) March 14, 2025
তবে দুই ভূমিকম্পের জেরে কোন হতাহতের খবর মেলেনি। কোন ক্ষয়ক্ষতিও হয়নি এলাকায়।