
কলকাতা, ১৪ মার্চ: আজ, রঙের দিন। জীবনের হাজারো সমস্যায় ক্রমশ সাদাকালো হতে থাকার সময়ে রঙীন হওয়ার দিন। সকাল থেকেই রঙ খেলা শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। শহর কলকাতায় রঙ-বাজির চিত্রটা এখন দেখার মত। টালা থেকে টালিগঞ্জ, বেহালা থেকে বেলগাছিয়া, কসবা থেকে কাশীপুর, সর্বত্রই রাস্তায় রঙ মাখা মানুষের উৎসব মুখর চিত্র। পাড়ার অলিগলি, বাড়ির ছাদ বারন্দা এখন রঙীন হওয়ার হটস্পট। হাজারো ব্যস্ততায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়দের সঙ্গে সারা বছর না দেখা হওয়ার আফশোসটা আজ পুষয় নেওয়ার দিন।
তবে উৎসবমুখর আবহে শহরবাসীর নিরপাত্তা নিয়ে সজাগ কলকাতা পুলিশ। দোল ও হোলিতে কোনওরকম অপ্রতীকর পরিস্থিতি ঠেকাতে ততপর পুলিশবাহিনী। আপনার আনন্দ যাতে কারও দু:খের কারণ না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে শহরবাসীকে সচেতন করছে কলকাতা পুলিশ। জোর করে কাউকে রঙ মাখানো, উত্যক্ত করা, প্রকাশ্যে মদ্যপান করা, অশান্তি তৈরি করানোর বিষয় নিয়ে বিশেষভাবে সতর্ক পুলিশ।
এদিন, এখন শহরের রাস্তায় ব্যস্ততা উধাও। রাস্তায় বাস, গাড়ির সংখ্যা বেশ কম। তবে হাসিমুখে রঙ মেখে অনেকেই রাস্তায় এসে আনন্দে মেতেছেন। দোলও হোলি উপলক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু শহর কলকাতা, শহরতলী, হাওড়া, হুগলি নয়, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর থেকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারেও চলছে রঙের খেলা।