American Airlines Plane Catches Fire (Photo Credits: X)

মাটি ছেড়ে ওড়ার অল্পক্ষণের মধ্যেই আমেরিকান এয়ারলাইন্সের বিমানে (American Airlines Plane) লাগল আগুন। জরুরি ভিত্তিতে বিমান ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে (Denver International Airport) অবতারণ করে। ১৭৮ জন যাত্রী নিয়ে আমেরিকান এয়ারলাইন্সের বিমানেটি কলোরাডো থেকে ডালাসে যাচ্ছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যে আচমকাই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। জরুরি ভিত্তিতে চালক বিমানটি ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করান। এরপর একে একে উদ্ধার করা হয় যাত্রীদের। নিরাপদে বেরিয়ে আসেন চালক এবং ক্রু সদস্যরাও। সুরক্ষিত রয়েছেন প্রত্যেকেই।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্ধারিত সময়েই রওনা দেয় যাত্রীবোঝাই বিমানটি। কিন্তু মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপরেই ইঞ্জিনে আগুন ধরে যায়। চালক এক মুহূর্তও সময় নষ্ট না করে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতারণের সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমন কাজ। ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন চালক। বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে সবুজ সংকেত মিলতেই নেমে আসে বিমান। আগুন ক্রমশ আরও ছড়াতে শুরু করে। বিমান মাটি ছুঁতেই যাত্রীদের দ্রুত বের করে আনা হয়। যাত্রীবোঝাই বিমানের ইঞ্জিনে আগুন লাগার ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় জুড়ে। যা দেখে রীতিমত শিহরিত নেটবাসী।

বিমানবন্দরে আগে থেকে প্রস্তুত রাখা ছিল দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে বিমানের আগুন। এই ঘটনার পর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।