KKR IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) এর আগে কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন মেন্টর ডোয়াইন ব্র্যাভো (Dwayne Bravo) প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) থেকে পরামর্শ নিয়েছেন। আসলে গম্ভীরের জায়গায় ব্রাভো এসে কেকেআরের সফল হওয়ার কৌশল অবলম্বন করতে চান। গম্ভীরকে মেন্টর এবং শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করে কেকেআর ২০২৪ সালে তৃতীয় শিরোপা দিয়ে তাদের এক দশকের দীর্ঘ আইপিএল ট্রফির খরা শেষ করে। তবে এবার সেই দায়িত্ব আছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। ব্র্যাভো তাঁর এবং গম্ভীরের আলাদা কোচিং স্টাইলের কথাও স্বীকার করেছেন। তিনি এই প্রসঙ্গে সম্প্রতি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে আমরা কিছু খেলোয়াড়কে দল থেকে হারিয়েছি। তবে আমি মনে করি জিজির নিজের স্টাইল ছিল, আমার নিজের স্টাইল রয়েছে আমরা দু'জনেই নিজেদের মতো করে সফল। অবশ্যই, আমি তাকে কয়েকবার মেসেজ করেছি। কিন্তু আবারও বলছি, আমি এই ছেলেদের ওপর অনেক বেশি বিশ্বাস রাখি।' KKR IPL 2025: আইপিএল প্রস্তুতিতে নেট বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে চেতন সাকারিয়া
কেকেআরের সঙ্গে পুরোদমে প্রস্তুতিতে ডোয়াইন ব্রাভো
#KnightWrap 13.03.25 👉 Pure energy on the field ⚡🔥 pic.twitter.com/wEI98nFHVq
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2025
কেকেআর নতুন মরসুমের জন্য প্রস্তুত হতেই নেতৃত্বের ক্ষেত্রে বড়সড় রদবদল করেছে। প্রথমে আইয়ারকে কেকেআর ছেড়ে দেয়। এরপর পাঞ্জাব কিংস মেগা নিলামে ২৬.৫ কোটি টাকায় তাঁকে কিনে নেয় এখন তিনি সেই দলের অধিনায়ক। কেকেআরের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট এখন অজিঙ্ক রাহানের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে, ভেঙ্কটেশ আইয়ারকে তার ডেপুটি করা হয়েছে। ২০২২ সালে শেষবার কেকেআরের হয়ে খেলা রাহানে এই ভূমিকায় ঘরোয়া ক্রিকেটে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। নতুন মরসুমের আগে ইতিমধ্যেই নিজেদের অনুশীলন সেশন শুরু করে দিয়েছে কেকেআর। টুর্নামেন্টের গত মরসুমের মতো এবারও সফল হতে চাইবে তারা। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের মতো মূল খেলোয়াড়রা তাদের সাফল্যের মূল চাবিকাঠি হবে। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কেকেআর।