
KKR IPL 2025: মেগা নিলামে কেকেআর (KKR) ২৩.৭৫ কোটি টাকায় দলে নেওয়ার পর তিনবারের আইপিএল জয়ীদের অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে ছিলেন ভারতের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তবে কেকেআর অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) তাদের অধিনায়ক হিসেবে নিয়োগ করায় ভক্তদের অবাক করে দেয় কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) প্রকাশ করেছে কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আইপিএল ২০২৫ এর জন্য অজিঙ্কা রাহানেকে তাদের অধিনায়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। যদিও ভেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি কেকেআরের অধিনায়কত্বের অন্যতম দাবিদার ছিলেন রাহানে। ফ্র্যাঞ্চাইজি সিইও ভেঙ্কি মাইসোরের মতে, আইপিএলের মতো 'তীব্র' টুর্নামেন্ট সামলানোর ক্ষেত্রে রাহানের বিশাল অভিজ্ঞতা এবং পরিপক্কতা (maturity) তাকে কেকেআরকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। KKR IPL 2025: কেকেআরের মেন্টর হতে গম্ভীরের থেকে কোন গুরুমন্ত্র নিলেন ডোয়াইন ব্র্যাভো
আইপিএলের প্রস্তুতিতে অজিঙ্কা রাহানে
Captain Ajinkya Rahane's first day on duty! 💼 💜
A new chapter begins! 📖🔥 pic.twitter.com/JGeNzGBXRW
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2025
ESPNcricinfo-কে তিনি বলেন, 'আইপিএল বেশ উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। আমরা ভেঙ্কটেশ আইয়ারকে অবশ্যই খুব ভাল মনে করি, তবে একই সময়ে এটি (অধিনায়কত্ব) একজন তরুণের ঘাড়ে চাপিয়ে দেওয়া বড় দায়িত্ব। আমরা অনেকজনকেই দেখেছি যে তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি (অধিনায়কত্ব সামলানো) নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ ব্যাপারের অজিঙ্কের অনেক অভিজ্ঞতা রয়েছে।'
অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানের রেকর্ডের পরিপ্রেক্ষিতে মাইসোর বলেন যে, আইপিএলে ১৮৫টি ম্যাচ ও সব ফরম্যাট মিলিয়ে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন, আইপিএলে নেতৃত্ব দিয়েছেন। আর আইপিএলের প্রথম মরসুমের শুরু থেকেই খেলেছেন। এ সব অনেক বড় ব্যাপার। রাহানেকে অধিনায়ক হিসেবে নিয়োগ করায় তাই অবাক হওয়ার কিছু নেই।
কেকেআরের সিইও আরও উল্লেখ করেন যে অজিঙ্ক ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধিনায়ক হওয়ার জন্য ভেঙ্কটেশ আইয়ারকে সাহায্য করবেন। তিনি বিশ্বাস রাখেন যে তারা একসাথে ভালোভাবে কাজ করতে পারবেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২ শে মার্চ কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর মুখোমুখি হবে।