আজ দোল পূর্ণিমা। আজ দোলের রঙে জীবন হয়ে উঠুক আরও রঙিন, মধুর মুহূর্ত এবং স্মৃতি দিয়ে ভরে যাক এই দোল পূর্ণিমা। এই দিনে পরিবারের সবাইকে এবং প্রিয়জনদের পাঠিয়ে দিন দোলের অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। এই উৎসবকে কেন্দ্র করে গোটা দেশ একত্রিত হয়। ভালোবাসায় আলিঙ্গন করুন সবাইকে। কোনও বিভেদ থাকে না এই দিনে। ছোট বড় সবাই মিশে যায় এক মুঠো আবিরে।

দোল বা হোলি উপলক্ষে সকাল সকাল আপনজনদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার মিষ্টি শুভেচ্ছা বার্তা-