Omicron: গোটা বিশ্বে ওমিক্রনের থাবার ছবি অস্বস্তিকর, টিকা নিন, মাস্ক পরুন, সতর্কতা কেন্দ্রের
Corona (Photo Credit: File Photo)

দিল্লি, ১০ ডিসেম্বর:  করোনার (Corona) তৃতীয় ঢেউ নিয়ে যখন আতঙ্ক ছড়াচ্ছিল, সেই সময় হানা দেয় ওমিক্রন (Omicron)। দক্ষিণ আফ্রিকায় করোনার এই নতুন প্রজাতি হানা দেওয়ার পরপরই তা বিশ্বের ৩০টি দেশে হু হু করে ছড়িয়ে পড়ে। ওমিক্রনের থাবা থেকে মুক্তি মেলেনি ভারতেরও। দক্ষিণ আফ্রিকা ফেরৎ ৬৭ বছরের এক প্রৌঢ়ের শরীরে যখন ওমিক্রন থাবা বসায়, তা নিয়ে কার্যত আতঙ্ক ছড়ায় কর্ণাটকে (Karnataka)। দক্ষিণের এই রাজ্যের পর মহারাষ্ট্র (Maharashtra) এবং রাজস্থানেও (Rajashthan) থাবা বসায় ওমিক্রন। তবে ওমিক্রন ডেল্টার মতো নয়। সংক্রমণের মাত্রা বেশি হলেও, ডেল্টার মতো প্রাণঘাতী নয় করোনার এই নয়া প্রজাতি। সম্প্রতি এমনই জানান রাজস্থানের একদল চিকিৎসক। তা সত্ত্বেও প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় কেন্দ্রের তরফে।

গোটা দেশে ২৫ জন ওমিক্রনে আক্রান্ত বলে আজ এক সাংবাদিক সম্মেলনে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লভ আগরওয়াল। এরপর নীতি আয়োগের ডক্টর ভি কে পাল জানান, করোনার টিকা নেওয়া থাকলেও, মাস্কের ব্যবহার বন্ধ করা যাবে না এই মুহূর্তে। দিনের পর দিন ধরে মাস্কের ব্যবহার যেভাবে কমছে, তা দেখে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মুহূর্তে কোভিড বিধি পালন করেই চলতে হবে বলে জানান ডক্টর ভি কে পাল। পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে ওমিক্রনের যে ছবি উঠে আসছে, তা ভয় ছড়াচ্ছে। এই মুহূর্তে ওমিক্রন থেকে বাঁচতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে জানান ভি কে পাল। সেই কারণে টিকার পাশাপাশি মাস্কের ব্যবহারও করতে হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  General Bipin Rawat: বিদায় সেনা সর্বাধিনায়ক, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন বিপিন রাওয়াতের শেষকৃত্য

ভারতে (India) মাস্কের ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে। যা একেবারেই সঠিক নয়। টিকার দুই ডোজ সম্পন্ন হওয়ার পাশাপাশি মাস্ক পরে চলতে হবে বলে জানান ভি কে পাল। ওমিক্রনের জেরে বর্তমানে গোটা বিশ্বের যে পরিস্থিতি, তা থেকে রক্ষা পেতে মাস্কের ব্যবহার অপরিহার্য বলে জানান ভি কে পাল।