General Bipin Rawat: বিদায় সেনা সর্বাধিনায়ক, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন বিপিন রাওয়াতের শেষকৃত্য
Bipin Rawat Last Rites (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১০ ডিসেম্বর:  শেষ যাত্রায় সিডিএস (CDS) জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। জেনারেল রাওয়াত সহ ১১ জন সেনা কর্মীকে যখন শেষযাত্রায় নিয়ে যাওয়া হয়, তখন স্লোগান ওঠে 'যব তক সূরয চাঁদ রহেগা, বিপিন জি কা নাম রহেগা'।  বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন অসংখ্য মানুষ। বুধবার তামিলনাড়ুর (Tamil Nadu) কুন্নুরে নীলগিরি ঘন জঙ্গলে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের হেলিকপ্টার।  ওই দুর্ঘটনায় প্রাণ যায় জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১১ জন সেনা কর্মী।  যে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে।

দেখুন সেই ভিডিয়ো..

 

বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা কর্মীর কীভাবে মৃত্যু হয়, কীভাবে ওই সামরিক হেলিকপ্টার বেঙে পড়ল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা কর্মীর মৃত্যুর পর ওই চাপরের একমাত্র জীবিত সওয়ারি ক্যাপ্টেন বরুণ সিং (Varun Singh) বর্তমানে জীবনমরণ লড়াই করছেন বেঙাগলুরুর কমান্ডো হাসপাতালে।  বরুণ সিংয়ের প্রাণ রক্ষা করতে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা বাহিনীর...

 

বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানান ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত...

 

দিল্লি ক্যান্টনমেন্টের শ্মশানে পৌঁছল জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মরদেহ...

 

 

জেনারেল বিপিন রাওয়াত এবং মধুলিকা রাওয়াতকে শেষ শ্রদ্ধা দুই মেয়ে কৃতিকা এবং তারিণীর...

 

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের। বাবা, মায়ের শেষকৃত্যে হাজির বিপিন রাওয়াত, মধুলিকা রাওয়াতের দুই মেয়ে কৃতিকা এবং তারিণী...

 

 

১৭বার গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় সেনা সর্বাধিনায়ককে...