স্বামী, স্ত্রী ও দুই সন্তান, ভরা সংসার থাকলে কারোরই কোনও চিন্তা থাকে না। কিন্তু এই সংসারকে শেষ করতে নিজের সন্তানকেই মেরে ফেলল এক মহিলা। শনিবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নরেন্দ্রপুরের (Narendrapur) খেয়াদহের মৌলিহাটি এলাকায়। জানা যাচ্ছে, এই পরিবারের দুই বাচ্চা ছেলে ছিল। বছরখানেক আগে যখন তাঁর ১৮ মাস বয়স ছিল, তখনই তাঁর মৃত্যু হয়। সেই সময়ও ওই মহিলার দিকেই সন্দেহের তির গিয়েছিল পরিবারের বাকি সদস্যের। তবে এবার ৮ বছরের ছেলের মৃত্যু হতেই নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই মহিলা।
ঘটনাস্থলে পরিবারের সদস্যরা
পুলিশসূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল ও তনুজা মণ্ডল। এদিন প্রসেনজিৎ কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ছেলে দেবজিৎকে নিয়ে একাই ঘরে ছিল সে। আচমকাই সকাল ১০টা নাগাদ প্রসেনজিতের মা ঘরে আসে। এসে কাউকেই খুঁজে পান না। এরপর ওই বাড়িতে নাবালকের জেঠুও আসে। দুজনে মিলে খোঁজাখুজি করছিলেন। এমন সময় তনুজাকে নিয়ে একদল পুলিশ ঘটনাস্থলে আসে।
নিজের ছেলেকে খুন কেন?
জানা যাচ্ছে, পুলিশই ঘরের দরজা খুলে খাটে শুয়ে থাকা নাবালকের দেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় জানাজানি হতেই তাঁরা বাড়ির সামনে জড়ো হন। অনেকে ওই মহিলাকে মারতেও এগিয়ে আসেন। কিন্তু ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও কী কারণে মহিলা তাঁর ছেলেকে খুন করল তা এখনও পরিস্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।