বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy 2025) ফাইনালে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারলেন না করুণ নায়ার (karun Nair)। ঘরোয়া ক্রিকেটে রাজ্যভিত্তিক এক নম্বর ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কর্ণাটক। রবিবার ফাইনালে বিদর্ভকে ৩৬ রানে হারিয়ে পঞ্চমবার বিজয় হাজারে খেতাব জিতল মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে খেলা কর্ণাটক। তবে খেতাব জিততে না পারলেও এবারের বিজয় হাজারে ট্রফির আসল নায়ক হলেন বিদর্ভের অধিনায়ক করুণ নায়ার। এই টুর্নামেন্টে মোট ৭টা ম্যাচে ব্যাটিং করে পাঁচটি সেঞ্চুরি সহ মোট ৭৭৯ রান করে রেকর্ড গড়লেন করুণ। এদিন ফাইনালে প্রসিধ কৃষ্ণার বলে ব্যক্তিগত ২৭ রানে (৩১ বলে) আউট হন করুণ নায়ার। সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৮৮ রানে আর গ্রুপের ৬টি খেলার ৫টি-তেই সেঞ্চুরি হাঁকান তিনি।
ভোদদোরায় ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে কর্ণাটক ৬ উইকেটে ৩৪৮ রানের বড় স্কোর গড়ে। মায়াঙ্ক (৩২), দেবদূত পাদিক্কাল (৮)-র মত তারকারা রান না পেলেও রবিচন্দ্রন স্মরণ (১০১), কৃষ্ণানন শ্রীজিত (৭৮), অভিনব মনোহর (৪২ বলে ৭৯) দুরন্ত ব্যাটিং করেন। একটা সময় ৩ উইকেটে ৬৭ রানে ধুঁকছিল কর্ণাটক। রান তাড়া করতে নেমে বিদর্ভের ওপেনার ধ্রুব শোরে (১১০) দুরন্ত সেঞ্চুরি করেন।
বিজয় হাজারে ট্রফি হাতে কর্ণাটক ক্রিকেট দল
𝙒𝙞𝙣𝙣𝙚𝙧𝙨 𝘼𝙧𝙚 𝙂𝙧𝙞𝙣𝙣𝙚𝙧𝙨! ☺️ ☺️
Smiles all-around in the Karnataka camp as they lift the #VijayHazareTrophy 🏆
Scorecard ▶️ https://t.co/ZZjfWXaajB#Final | @IDFCFIRSTBank pic.twitter.com/ou7SnnPWcG
— BCCI Domestic (@BCCIdomestic) January 18, 2025
শেষের দিকে ভাল খেলেন হর্ষ দুবে (৩০ বলে ৬৩)। কিন্তু বাকিরা সেভাবে সাহায্য না করায় বিদর্ভ শেষ পর্যন্ত ৩১২ রানে অল আউট হয়ে যায়। প্রসিধ কৃষ্ণা ১০ ওভার বল করে ৮৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন বাসু কৌশুক ও অভিলাষ শেঠি।