স্পেস সেক্টর এবং সেমিকন্ডাক্টর মিশন নিয়ে যথেষ্ট আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার তিনি এই প্রসঙ্গে মন্তব্যও করেন। তাঁর মতে, "ভারত স্পেস সেক্টরে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। অনান্য দেশ যে মিশনগুলির জন্য বিলিয়ন ডলার খরচ করে, সেখানে আমাদের দেশের বৈজ্ঞানিকরা সীমিত বাজেটে উল্লেখযোগ্য ইতিহাস সৃষ্টি করছে। আর সেই আবেগেই ভারত পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ অংশে পা রেখেছে। আর এই সফলতার কারণে এখন আমরা গগনযানের প্রস্তুতি শুরু করেছি। এটা শুধু মহাকাশে পৌঁছানোর একটা মিশন নয়, এটা ভারতীয় বৈজ্ঞানিকদের স্বপ্ন। এরজন্য ২০৩৫-এর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে"।
প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা আরও একাধিক প্রজেক্টের ওপর কাজ করছি। যার মধ্যে ভারত উন্নয়নের জন্য সেমিকন্ডাক্টরও একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। ভারত সরকার সেমিকন্ডাক্টর মিশনের মতো একটি গুরুত্বপূর্ণ অভিযান শুরু করেছে। এই সেমিকন্ডাক্টর ইকো-সিস্টেম বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে গুরুত্বপূর্ণ অংশ হবে। সেই দিকেই আমাদের সকলের লক্ষ্য রয়েছে"।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, "Today India has become a major power in the space sector. The success that other countries achieved by spending billions of dollars, our scientists have done the same with limited resources. With this passion, India has become… pic.twitter.com/RB5yD3rGC0
— ANI (@ANI) September 26, 2024