Jamiat Ulama-i-Hind President (Photo Credit: X)

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) সাংবিধানিক বৈধতা বহাল রেখেছে, এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) রায় বাতিল করল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা আইন (UP Madarsa Education Act) ২০০৪ কে 'অসাংবিধানিক' বলে অভিহিত করে তা বাতিল করেছে। গত মাসে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের সরকারকে নির্দেশ দিয়েছিল মাদ্রাসা বোর্ডের পড়ুয়াদের সরকারি বা বেসরকারি স্কুলের মূল শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে। আজ এলাহাবাদ হাইকোর্টের সেই সিদ্ধান্ত বাতিল করেছে সুপ্রিম কোর্ট। মাদ্রাসা বোর্ড আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি। দেখুন-

উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন ২০০৪ কি?

উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা সংগঠিত করার জন্য ২০০৪ সালে মাদ্রাসা শিক্ষা আইন প্রণীত হয়েছিল। এতে মাদ্রাসা শিক্ষাকে আরবি, উর্দু, ফারসি, ইসলামিক বিষয়, তিব্ব (ঐতিহ্য চিকিৎসা), দর্শন এবং অন্যান্য বিষয় যুক্ত করা হয়েছিল। বলা হয়েছিল, এই আইনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রমকে একটি নিয়মতান্ত্রিক আকার দেওয়া যাবে। এ ছাড়া এখানে ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও প্রচার করা হবে। এই শুনানির পর, অংশুমান সিং রাঠোর নামে এক ব্যক্তি এই আইন নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন এবং এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেন।

আজকে উচ্চ আদালত রায় দিয়েছে, ধর্মীয় শিক্ষার জন্য বোর্ড তৈরি করার বা কোনও নির্দিষ্ট ধর্মের জন্য স্কুল শিক্ষা বোর্ড তৈরি করার অধিকার সরকারের নেই।  বর্তমানে উত্তরপ্রদেশে ২৫ হাজার মাদ্রাসা রয়েছে, তবে মাত্র ১৬ হাজার মাদ্রাসা স্বীকৃত।