প্রয়াত কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান (George Foreman Dies)। শুক্রবার ২১ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জর্জ। মৃত্যুকালে অলিম্পিক স্বর্ণপদকপ্রাপ্ত বক্সারের বয়স হয়েছিল ৭৬ বছর। ফোরম্যান ১৯৬৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা তিন দশক বক্সিংয়ের নানা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। দুইবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন জর্জ। ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিয়াডে স্বর্ণপদকের দখল নেন তিনি। জর্জ ফোরম্যানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার। পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান সিনিয়রের মৃত্যু হয়েছে। ২১ মার্চ, ২০২৫ তারিখে প্রিয়জনদের দ্বারা বেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে চলে গিয়েছেন তিনি'। স্বজন হারানোর এই বেদনার সময়ে তাঁর পরিবারের যেন গোপনীয়তা ভঙ্গ না করা হয় সেই অনুরোধও সাংবাদিকদের কাছে করা হয়েছে।
জর্জ ফোরম্যানের এক বক্সিং ম্যাচের ভিডিয়ো ক্লিপঃ
Legendary boxer George Foreman has passed away at age 76. He was a two-time World Heavyweight Champion, and an Olympic gold medalist, as well as an entrepreneur and preacher.
Rest In Peace, Big George. pic.twitter.com/yr0tfVaNWa
— Fightful Wrestling (@Fightful) March 22, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)