Security Heightened in Imphal (Photo Credit: X)

নয়াদিল্লি: গত দেড় বছর ধরে অশান্ত মণিপুরে (Manipur) রাষ্ট্রপতি শাসন জারি হল। চাপের মুখে পড়ে গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (N. Biren Singh)। সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় বৃহস্পতিবার সন্ধেয় মণিপুরে রাষ্ট্রপতি শাসন (President Rule) জারি করা হয়।

২০২৩ সালের মে মাসে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। দুই মহিলাকে নগ্ন করে প্যারেড করানোর ভিডিও ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেশে। আরও আগুন জ্বলে ওঠে মণিপুরে। হিংসায় প্রাণ গিয়েছে প্রায় ২৫০ জন মানুষের, আহতের সংখ্যা বহু।

মাঝে কিছু দিন বিরতির পর গত বছর সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। জ্বালিয়ে দেওয়া হয় বহু বাড়িঘর। এপর থেকে মণিপুরে হিংসার আগুন মাঝে মাঝেই জ্বলে উঠেছে। ঘর ছাড়া অসংখ্য মানুষ। পরিস্থিতি সামলাতে মণিপুরের বেশ কিছু জেলায় একাধিকবার কার্ফু জারি করা হয়। দীর্ঘ সময় ধরে অশান্তির জেরে বিদ্ধস্ত হয়ে উঠেছে সেখানকার মানুষ। দুটি সম্প্রদায়ই ছাইছে তাঁদের রাজ্যে, তাঁদের জীবনে শান্তি ফিরুক। কিন্তু রাজ্য সকার ব্যর্থ হয়েছে মণিপুরে শান্তি ফেরাতে।

দীর্ঘদিন ধরেই মণিপুরের রাষ্ট্রপতি বীরেন সিংয়ের পদত্যাগ দাবি করে আসছিল বিরোধীরা। শুধু বিরোধরাই নয় বীরেন সিংয়ের বিরুদ্ধে খোদ বিজেপির বেশ কয়েকজন বিধায়কও ক্ষুব্ধ ছিলেন। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত রবিবার আস্থা ভোটের একদিন আগে রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাপত্র দেন বীরেন সিং। গত ৯ ফেব্রুয়ারি বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি বিজেপি। ফলে সেখানে অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতি শাসন জারির পর ইম্ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে