দিল্লি, ১৭ ডিসেম্বর: রাজ কাপুরের (Raj Kapoor) ১০০ বছরের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ (PM Narendra Modi) করেন কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে। যেখানে নীতু কাপুর থেকে শুধু করে রিমা জৈন কাপুর, করিশ্মা (Karisma Kapoor), করিনা (Kareena Kapoor) এবং রণবীররা (Ranbir Kapoor) হাজির হন। ছিলেন কাপুর পরিবারের জামাই সইফ আলি খান এবং পুত্রবধূ আলিয়া ভাটও। প্রধানমন্ত্রীর সঙ্গে কাপুর পরিবারের সদস্যদের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
তাই সিনেমা জগৎকে পথ প্রদর্শন করতে পারেন, এমন কাউকে প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাপুর পরিবারের সাক্ষাৎ দিয়ে সিনেমা জগৎকে দিশা দেখানোর মানুষ এলেন বলেও মন্তব্য করেন কঙ্গনা।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাপুর পরিবারের, আপ্লুত করিনা কী লিখলেন দেখুন
দাউদ আসুক কিংবা দুবাইতে গিয়ে কোনও গ্যাংস্টারের নাচ, সিনেমা জগতের মানুষ মনে করেন, তাঁদের দেখার কেউ নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত ভাল দিক। এবার সিনেমা জগতকে দেখার জন্য মানুষ রয়েছেন বলে উন্নতি হবে। এমনও মন্তব্য করেন কঙ্গনা রানাউত।