Sunita Williams and Don Pettit Celebrate Christmas in Space (Photo Credits: X)

ছয় মাস ধরে মহাকাশের আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। তাই এই বছর পৃথিবীতে নয়, বরং মহাকাশের মহাশূন্যে সুনীতা উদযাপন করবেন বড়দিন বা ক্রিসমাস (Christmas 2024)। গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পাড়ি দিয়েছিলেন সুনীতা। উৎক্ষেপণের পর মহাকাশযানে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়। কোনক্রমে সুনীতার মহাকাশযান গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু তাতে চেপে পৃথিবীতে ফেরা সম্ভব হয়নি। মহাকাশেই আটকে পড়েন মার্কিন মহাকাশচারী সুনীতা এবং তাঁর সহকর্মী ডন পেটিট।

মহাকাশেই হবে ক্রিসমাস উদযাপন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই তাই এইবার ক্রিসমাস (Christmas 2024) উদযাপন করবেন তাঁরা। ইতিমধ্যে সুনীতা এবং ডনের লালটুপি পরে ক্রিসমাসের সাজে সেজে ওঠার ছবি উঠে এসেছে এক্স হ্যান্ডেলে। জানা গিয়েছে, মহাকাশে বড়দিন উদযাপনের জন্যে সুনীতাদের বেশ কিছু জিনিস পাঠানো হবে। ক্রিসমাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিশেষ ভোজ খাবেন নভশ্চররা। মহাকাশ থেকে এদিন তাঁরা পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলবেন।

মহাকাশে সুনীতাদের ক্রিসমাস উদযাপনের ছবি...

 

মহাকাশে আটকে পড়ায় ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে দীপাবলির শুভেচ্ছা পাঠিয়েছেন সুনীতা।  আগামী বছর ফেব্রুয়ারির আগে পৃথিবীতে ফেরার কোন সম্ভাবনা নেই। যদিও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) আগেই জানিয়েছে, সুনীতাদের নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। অক্সিজেন, জল, খাবার কোন কিছুরই অভাব হচ্ছে না তাঁদের। কার্গো ফ্লাইটে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সমস্ত কিছুই। সুনীতাদের পৃথিবীতে ফেরাতে মহাকাশে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের (Space X) বানানো বিশেষ যান। তাতে চেপেই পৃথিবীর বুকে ফেরার কথা মার্কিন মহাকাশচারীদের।