Pushpa 2: The Rule (Photo Credits: X)

Pushpa 2 Box Office Collection: মুক্তির দু সপ্তাহ পরেও দর্শকমহলে পুষ্পা ২ ঘিরে উন্মাদনায় ভাটা পড়েনি। বক্স অফিসে লক্ষ্মীলাভ তো হচ্ছিল আগে থেকেই তবে ছবির নায়ক অল্লু অর্জুনের (Allu Arjun) জেলযাত্রা 'পুষ্পা ২: দ্য রুল'এর (Pushpa 2: The Rule) ব্যবসা আরও বাড়িয়ে তুলেছে। সর্বকালের সর্বাধিক ব্যবসাকারী ছবির তকমা থেকে কিছু পা দূরে রয়েছে সুকুমার পরিচালিত পুষ্পা ২।

বিশ্বজুড়ে অল্লু এবং রশ্মিকার ছবির ব্যবসা ১০ দিনে ১০০০ কোটি পার করে ফেলেছে। দেশের বক্স অফিসেও এবার হাজার কোটি ছুঁইছুঁই। ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির দু সপ্তাহ পরে পুষ্পা ২-র বক্স অফিস সংগ্রহ (Pushpa 2 Box Office Collection) প্রায় ৯৩০ কোটি। অতীতের সমস্ত রেকর্ড পিছনে ফেলে নতুন রেকর্ড গড়ার পথে অল্লুর ছবি।

'পুষ্পা ২: দ্য রুল'এর দাপটে এবার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক ব্যবসাকারী ছবির (Highest Collection Movie in India) তকমা হারাতে চলেছে এস এস রাজামৌলী পরিচালিত বাহুবলী ২ (Baahubali 2- The Conclusion)! আর মাত্র ১০০ কোটির ব্যবসা দরকার অল্লুর ছবির। আর তারপরেই বাহুবলী ২-এর মুকুট থেকে সেই পালক উড়ে গিয়ে পুষ্পা ২-এর মুকুটে জুড়বে। রাজামৌলীর ছবির ভারতে বক্স অফিস সংগ্রহ ছিল, ১০৩০.৪২ কোটি টাকা। যা সর্বকালের সর্বাধিক। গত আট বছরে সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, পুষ্পা ২ ভাঙতে পারে বাহুবলী ২-এর রেকর্ড। তার জন্যে দরকার আর মাত্র ১০০ কোটির ব্যবসা।

অল্লু অর্জুনের ছবির ঊর্ধ্বমুখী ব্যবসার জন্যে চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞরা অভিনেতার জেলযাত্রাকে অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করছেন। তাঁদের গবেষণা বলছে, অল্লুর গ্রেফতারি এবং জামিনের পর পুষ্পা ২-এর ব্যবসা আরও ঊর্ধ্বমুখী হয়েছে। ৭১ শতাংশ বেড়েছে অল্লু এবং রশ্মিকার (Rashmika Mandanna) ছবির আয়।