Pushpa 2: The Rule: সিনেমার প্রিমিয়ারে ভিড়ের চাপে ভক্তের মৃত্যু, নায়ক আল্লু অর্জুনের জেল বিতর্কে ভর করে দেশের বক্স অফিসে সবচেয়ে বড় হিট সিনেমা হল আল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল'। আল্লু অর্জুনের জেলযাত্রার পর 'পুষ্পা ২:দ্য। রুল'-এর ব্যবসা ৭০ শতাংশ বেড়ে গেল। এর ফলে প্রভাস-অমিতাভ বচ্চনের 'কল্কি', দুই জনপ্রিয় হরর কমেডি সিনেমা 'স্ত্রী টু', 'ভুলভুলাইয়া থ্রি'-কে অনেকটা পিছনে ফেলে ২০২৪ সালে দেশের সবচেয়ে ব্যবসায়িক সফল সিনেমা হল 'পুষ্পা টু'। সিনেমার সংলাপের মতই বক্স অফিসের দৌড়েও ঝুঁকল না 'পুষ্পা'। হাজার কোটির ব্যবসা করে এখনও বেশীরভাগ সিনেমা হলেই ভাল করেই চলছে 'পুষ্পা ২ দ্য রুল'। এই সিনেমার প্রিমিয়ারে গিয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে৷ সেই কাণ্ড ছবির ব্যবসার পালে হাওয়া দিয়েছে, তা বক্স অফিস রিপোর্টে পরিষ্কার।
গোটা বিশ্বে পুষ্পা টু-র বক্স অফিসে ব্যবসা ১৩০০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে । ভারতে এই সিনেমা এখনও পর্যন্ত বক্স অফিসে ৯২৭ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। গত ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় সুকুমার পরিচালিত এই সিনেমা। সিনেমাটির হিরো আল্লু অর্জুনের গ্রেফতারি পুষ্পা টু-কে নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
নায়কের জেলযাত্রার পর পুষ্পা ২-র ছবির ব্যবসা বাড়ল
Pushpa 2 Box Office: Allu Arjun's Film Jumps 70% After Arrest Dramahttps://t.co/DQKjOYgeAs
.
.
.#Pushpa2ThaRule #AlluArjun #RashmikaMandanna pic.twitter.com/jJptBNKdI4
— ALL DAT MATTERZ (@ialldatmatterz) December 16, 2024
বড়দিনে বলিউডে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত সহ বড় তারকা ঠাসা 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'রিরিলজ করছে। কিন্তু ওয়েলকামের নতুন পার্টের থেকেও পুষ্পা টু-কে নিয়ে এখনও আগ্রহ বেশী। বিতর্কের সঙ্গে সিনেমার গল্প, সংলাপ, অভিনয় দর্শকদের পছন্দ হওয়ায় 'পুষ্পা টু'র বক্স অফিস রিপোর্ট এত ভাল।