নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর: ' 'এক দেশ, এক ভোট' বিল সংসদে পেশ হয়েছে। এক দেশ, এক ভোট'(One Nation One Vote) বিল লোকসভায় পেশের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মুখে নয়া দাবি। আগেই সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার হয়েছে। এবার পালা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) বা অভিন্ন দেওয়ানি বিধি-র। শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, দেশের সব রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে বলে চ্যালেঞ্জের সুরে জানালেন শাহ। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,"আমরা দেশের সব কটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করব, এই বিষয়ে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
কী বললেন অমিত শাহ
এরপর কংগ্রেসকে আক্রমণ করে শাহ বললেন, "মুসলিম ব্যক্তিগত আইন নিয়ে কংগ্রেসের আপোসের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর হয়ে গিয়েছে। আমি চাই তারা পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাক।"
শাহ-র মুখে ইউনিফর্ম সিভিল কোড
BJP government will bring Uniform Civil Code in every state: Amit Shah in Rajya Sabha
Jammu and Kashmir has attracted investment worth Rs 1.19 lakh crore in last 5 years: Home Minister Amit Shah Shah in RS pic.twitter.com/EondyrkQPB
— Press Trust of India (@PTI_News) December 17, 2024
অভিন্ন দিওয়ানি বিধি কী
উত্তরাখণ্ড, গোয়া সহ বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি হল দেশের সকল ধর্ম, জাতি, সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে এক ও অভিন্ন আইন।